করোনা টিকা: কাকলি হাই স্কুল কেন্দ্রে শিক্ষার্থী-অভিভাবকদের ভিড়
স্কুল ও কলেজের ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে সোমবার (১ নভেম্বর)। এ কার্যক্রমের আওতায় প্রাথমিকভাবে ঢাকা মহানগরের আটটি স্কুলের কেন্দ্রে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।
এরই অংশ মঙ্গলবার (২ নভেম্বর) রাজধানীর কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজ শুরু শিক্ষার্থীদের টিকা কার্যক্রম শুরু হয়েছে। টিকা নিতে সকাল থেকে কেন্দ্রের সামনে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ভিড় দেখা গেছে।
সরেজমিন দেখা যায়, শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে টিকা কেন্দ্রে প্রবেশ করছে। অভিভাবকরা বাইরে অপেক্ষা করছেন। কেন্দ্রে প্রবেশের পর শিক্ষার্থীদের ওয়েটিং কক্ষে বসিয়ে রাখা হচ্ছে। পরে বুথে প্রবেশ করে টিকা নিচ্ছে শিক্ষার্থীরা। সকাল ১০ টায় শুরু হওয়া এ টিকা কার্যক্রম চলবে বিকেল ৩ টা পর্যন্ত।
এ কেন্দ্রে মোট ২৫ টি বুথ থাকলেও আজ ১০ টি বুথে টিকা দেওয়া হচ্ছে। প্রতিটি বুথে ২০০ জন শিক্ষার্থী টিকা নিতে পারবে। সেই হিসেবে আজ মোট দুই হাজার শিক্ষার্থী এ কেন্দ্র থেকে টিকা নিতে পারবে।
টিকা নিতে আসা বিসিএসআইআর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সাজ্জাদ হোসেন বলেন, টিকা নিতে এসে খুব ভালো লাগছে। বাইরে আব্বু অপেক্ষা করছেন। আমাদের শিক্ষকরাও এসেছেন।
ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ছেলেকে টিকা দেওয়ার জন্য কেন্দ্রে নিয়ে এসেছেন তোফায়েল হোসেন। কেন্দ্রের বাইরে জাগো নিউজকে তিনি বলেন, ছেলে ভয় পাচ্ছে। এজন্য সঙ্গে করে কেন্দ্রে নিয়ে আসলাম। এখানকার ব্যবস্থাপনা খুবই ভালো। আমরা অভিভাবকরা খুশি।
কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ দীন মোহাম্মদ খান বলেন, স্বাস্থ্যবিধি মেনে টিকা কার্যক্রম পরিচালনায় আমাদের সর্বাত্বক প্রস্তুতি রয়েছে। এখানে স্বাস্থ্যবিধি মেনে টিকা দেওয়া হচ্ছে। সরকারি নির্দেশনা অনুযায়ী সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
নাহিদ হাসান/এমএএইচ/জেআইএম