ব্র্যাক ইউনিভার্সিটি ও যুক্তরাষ্ট্রের টিএএমইউসির সঙ্গে চুক্তি সই

বাংলাদেশের বেরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাক ইউনিভার্সিটি ও মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস এ অ্যান্ড এম ইউনিভার্সিটি কর্মাসের (টিএএমইউসি) মধ্যে চুক্তি সই হয়েছে।
এর মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা বিনিময়, গবেষণা এবং অনুদানের আবেদন বিষয়ে সহযোগিতা, সামাজিক প্রভাবমূলক যৌথ প্রকল্প চালুসহ আরো বেশ কিছু বিষয়ে আদান-প্রদান করতে পারবে।
ব্র্যাক ইউনিভার্সিটির এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, ব্র্যাক ইউনিভার্সিটির হয়ে চুক্তিপত্রে সই করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ভিনসেন্ট চ্যাং। এসময় টেক্সাস এ অ্যান্ড এম ইউনিভার্সিটি কর্মাসের কলেজ অব বিজনেসের ডিন ড. মারিও হায়েক উপস্থিত ছিলেন। চুক্তিপত্রে সই ছিল যুক্তরাষ্ট্রের ওই বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড. মার্ক রুডিনের।
এই চুক্তি চূড়ান্ত করতে ড. মারিও হায়েক এবং ব্র্যাক বিজনেস স্কুলের (বিবিএস) ডিন ড. স্যাং লি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
চুক্তি অনুয়ায়ী, ব্র্যাক বিজনেস স্কুলে স্নাতক শুরু করা আগ্রহী শিক্ষার্থীরা টেক্সাস এ অ্যান্ড এম ইউনিভার্সিটি কর্মাসে তাদের ডিগ্রি শেষ করতে পারবেন।
এছাড়া এই চুক্তির ফলে, ব্র্যাক বিজনেস স্কুলের ব্যাচেলর গ্র্যাজুয়েটরা ৪০ শতাংশেরও বেশি টিউশন ফি ছাড়ে টেক্সাস এ অ্যান্ড এম ইউনিভার্সিটি কর্মাসের বিজনেস ডিসিপ্লিনের গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। এই চুক্তি ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রের এই বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তিতে সহায়তা করবে।
ব্র্যাক ইউনিভার্সিটি সম্প্রতি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লিংকন, ইউনিভার্সিটি অব কেন্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া নর্থস্টেট ইউনিভার্সিটির সঙ্গে সহযোগিতামূলক চুক্তি করেছে।
এমএইচএম/জেডএইচ/জিকেএস