পরীক্ষায় মান বন্টন পরিবর্তনের দাবিতে মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পরীক্ষায় মান বণ্টনে নতুন পদ্ধতি বাতিলের দাবিতে মানবন্ধন করেছে জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। সোমবার সকালে ঠাকুরগাঁও চৌরাস্তায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা জানায়, বর্তমানে প্রতিটি বিষয়ে দুই ঘণ্টায় শিক্ষার্থীদের ছয়টি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হয়। কিন্তু ২০১৭ সাল থেকে সাতটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। আর এর জন্য মাত্র ১০ মিনিট সময় বাড়ানো হয়েছে। এত অল্প সময়ে এতগুলো সৃজনশীল প্রশ্নের উত্তর দেয়াটা কষ্টকর হবে। এ সময় তারা ‘পরীক্ষা পদ্ধতির পরিবর্তন করা চলবে না’, ‘৭টা সৃজনশীল মানব না, লিখব না’, ‘৭টি সৃজনশীল লিখছি না, লিখব না’ ইত্যাদি প্লেকার্ড বহন করে।
ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র রাফি তোরাব বলে, ‘শিক্ষামন্ত্রী বলছেন, প্রশ্ন ফাঁস ঠেকানোর জন্য পরীক্ষা পদ্ধতিতে এ পরিবর্তন আনা হয়েছে। কিন্তু আমরা তো প্রশ্ন ফাঁস করিনি। তাহলে এর জন্য কেন আমাদের ভুগতে হবে?’
মানববন্ধনে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, আমানুতুল্লাহ ইসলামিক স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। পরে জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস বরাবরে একটি স্বারকলিপি জমা দেয়া হয়।
রবিউল এহসান রিপন/এফএ/এসএস/পিআর