কালীগঞ্জে লরি চাপায় চা দোকানি নিহত
গাজীপুরের কালীগঞ্জে লরি চাপায় চাঁন মিয়া (৬০) নামে এক চা দোকানি নিহত হয়েছেন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌর এলাকার কালীগঞ্জ-টঙ্গী সড়কের আড়িখোলায় এ দুর্ঘটনা ঘটে।
চাঁন মিয়া উপজেলার তুমলিয়া গ্রামের মৃত সরাফত আলীর ছেলে। তিনি ওই সড়কের পাশে চা দোকানের ব্যবসা করতেন।
নিহতের মেয়ে ফাতেমা বেগম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, দুপুরে টঙ্গীর দিক থেকে আসা দ্রুতগামী একটি লরি কালীগঞ্জ-টঙ্গী সড়কের আড়িখোলায় রাস্তা পারাপারের সময় তার বাবাকে চাপা দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আওরঙ্গজেব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
এদিকে ঘটনার পর পর স্থানীয়রা কালীগঞ্জ-টঙ্গী সড়কে নেমে পড়ে। এতে কালীগঞ্জ-টঙ্গী ও কালীগঞ্জ-ঘোড়াশাল সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় বিক্ষুব্ধ জনতা প্রায় ৩০ থেকে ৪০টি লরি আটক করে রাখেন।
কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আজিজুর রহমান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, থানায় এ সংক্রান্ত একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আব্দুর রহমান আরমান/এসএস/পিআর