আবারো উড়তে চাচ্ছে ইউনাইটেড এয়ার
তিন সপ্তাহ বন্ধ থাকার পর অভ্যন্তরীণ রুটে আবারো ফ্লাইট চালু করেছে ইউনাইটেড এয়ারওয়েজ । বৃহস্পতিবার ২টি অভ্যন্তরীন গন্তব্যে গিয়ে নিরাপদে আবার ঢাকায় পৌঁছেছে ইউনাইটেড এয়ারের বিমান।
এর আগে চলতি মাসের শুরুর দিকে উড্ডয়নযোগ্য উড়োজাহাজের সংকটে ফ্লাইট বন্ধ করে দেয়ার কথা জানিয়েছিল এয়ারলাইন্সটি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, ভারী রক্ষণাবেক্ষণ (সি চেক) সমস্যার পাশাপাশি দুর্ঘটনায় পতিত হওয়ার পর একপর্যায়ে ইউনাইটেড এয়ারওয়েজের ১১টি উড়োজাহাজের মধ্যে একটিও উড্ডয়ন উপযোগী ছিল না। যে কারণে সব ফ্লাইট স্থগিত করা হয়েছিল।
তিনি আরো জানান, এমন পরিস্থিতি থেকে উত্তরণে গতকাল (বুধবার) থেকে অভ্যন্তরীণ রুটে আবারো ফ্লাইট চালু করা হয়। অল্প সময়ের মধ্যে আর্ন্তজাতিক রুটেও ফ্লাইট চলাচল শুরু হবে বলেও জানান তিনি।
আরএম/এসকেডি/আরআইপি