এইচএসসি
বিদেশে পাসের হার কমেছে

ফাইল ছবি
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় বিদেশের কেন্দ্রে ২২৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল ২০২২ সালে। এর মধ্যে পাস করেছে ২১৮ জন। শতকরা পাসের হার ৯৭.৩২ শতাংশ।
বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
আরও পড়ুন: এইচএসসিতে পাসের হার ৮৫.৯৫ শতাংশ
বিদেশে আটটি কেন্দ্রে পরীক্ষায় শতভাগ পাস করেছে চারটি কেন্দ্রে। অন্যদিকে পরীক্ষায় একজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বিদেশের ওই আটটি শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২১ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ২৬৭ জন।
এর মধ্যে উত্তীর্ণ হয়েছিলেন ২৬৪ জন। ওই বছর পাসের হার ছিল কেন্দ্রে ৯৮ দশমিক ৮৮ শতাংশ। সেই হিসেবে এবার বিদেশের কেন্দ্রে পাসের হার কমেছে ১ দশমিক ৫৬ শতাংশ।
এনএইচ/এমআরএম/এমএস