জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পরীক্ষা পেছালো

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫০ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার সময় পেছানো হয়েছে। আগের ঘোষণা অনুযায়ী শুক্রবার (৯ ফেব্রুয়ারি) পরীক্ষা গ্রহণের কথা থাকলেও তা পরিবর্তন করে আগামী ১২ ফেব্রুয়ারি গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। তবে কেন সময় পরিবর্তন করা হয়েছে তা জানানো হয়নি।

বুধবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা ৯ ফেব্রুয়ারির পরিবর্তে ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

এমএইচএম/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।