কুমার বিশ্বজিতের নতুন গান


প্রকাশিত: ০৯:২২ এএম, ০২ মার্চ ২০১৬

তিন দশক ধরে শ্রোতাদের মুগ্ধ করে রেখেছেন নন্দিত গায়ক কুমার বিশ্বজিৎ। সম্প্রতি তিনি গাইলেন আরো একটি নতুন একক গান। ‌

‘তোর কথা ভেবে ভেবে, পথ চলি/ কার কথা কে শোনে, তবু বলি/- এমন কথায় সাজানো ‘তোর কথা’ শিরোনামের গানটির কথা লিখেছেন আশিক বন্ধু। এতে সুর ও সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ।

এরই মধ্যে গানটির রেকর্ডিং শেষ হয়েছে। শ্রোতারা গানটি শুনতে পাবেন আসছে বৈশাখে।  গানটি সিডি জোনের ব্যানারে একটি মিক্সড অ্যালবামে প্রকাশিত হবে।

রেকর্ডিং শেষে ‘তোর কথা’ গানটির প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেন, ‘কথা আর সুরে সরলতা প্রেম আছে যেমন, তেমন গানটি হৃদয়ে লাগার মতো। সুন্দর একটি রোমান্টিক গান। গেয়ে শান্তি লেগেছে, বাকিটা শ্রোতারা বিচার করবেন।’

সুমন কল্যাণ বলেন, ‘বিশ্বজিৎ দাদাকে ভেবেই গানটির সুর যথেষ্ট সময় নিয়ে করেছি। দাদা শুনেই বললেন, অনেক মিষ্টি একাট গান হয়েছে। অবশেষে রেকর্ডিংও শেষ হলো। আশা করছি ভালো লাগবে সবার।’

এদিকে কুমার বিশ্বজিৎ ব্যস্ত রয়েছে ‘ঢাকা ড্রিম’ নামের নতুন একটি ছবির সংগীতায়োজন নিয়ে। প্রসূন রহমান পরিচালিত এই ছবিতে গানের ‍সুর ও সংগীত করার পাশাপাশি গাইবেনও তিনি।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।