বিমানের অর্গানোগ্রাম চূড়ান্ত : কাটছে নিয়োগ পদোন্নতির বাধা
অবশেষে চূড়ান্ত করা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনবল কাঠামো বা অর্গানোগ্রাম। আলোচিত এই অর্গানোগ্রাম পুনর্গঠন হওয়ায় প্রতিষ্ঠাটিতে নিয়োগ ও পদোন্নতির বাধা দূর হচ্ছে।
জানা গেছে, পুনর্গঠিত এই অর্গানোগ্রামে বিভিন্ন বিভাগে এক হাজারের বেশি নতুন কর্মকর্তা-কর্মচারীর পদ সৃষ্টি করা হয়েছে। শিগগিরই বিমানের নতুন পরিচালনা পর্ষদ গঠন শেষে এ জনবল কাঠামো অনুমোদন দেয়া হবে।
এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার মহা-ব্যবস্থাপক খান মোশাররফ হোসাইন জাগো নিউজকে বলেন, গত ডিসেম্বরে বিমানের পরিচালনা পর্ষদ বিলুপ্ত হয়। তবে এর আগেই পর্ষদ সদস্যরা বিমানের নতুন অর্গানোগ্রামের সম্মতি দেন। এছাড়া প্রতিষ্ঠানের প্রতি দায়বদ্ধতা বাড়ানোর লক্ষ্যে অর্গানোগ্রামে কর্মকর্তা ও কর্মচারীদের চাকরিবিধিও সংযুক্ত করা হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, মূলত বিমানের অভ্যন্তরীণ রুটগুলো চালুর পর বিমানে জনবল সংকট তৈরি হয়।
২০০৭ সালের পর থেকেই অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোর মধ্যে রাজশাহী, সৈয়দপুর, বরিশাল ও যশোরে বিমান চলাচল শুরু হয়। তবে জনবল সংকট থাকায় বিমানের সদ্য বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক কাইল হেউড গত বছর জানুয়ারিতে কাজে যোগ দেয়ার পরপরই নতুন অর্গানোগ্রাম তৈরির কাজ শুরু করেন।
নতুন খসড়া জনবল কাঠামোয় প্রায় ১ হাজার ১৭৫ জন নতুন কর্মকর্তা ও কর্মচারীর প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি উপ মহা-ব্যবস্থাপকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের কিছু পদ বিলুপ্ত করার বিষয় উল্লেখ রয়েছে এতে। একই সঙ্গে চিফ কমার্শিয়াল অফিসার ও চিফ ফিন্যান্স অফিসারের মতো নতুন কিছু পদও সংযুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। বিমানের বর্তমান অর্গানোগ্রামে জনবল রয়েছে ৩ হাজার ৪০০ জন। নতুন অর্গানোগ্রামে তা বাড়িয়ে ৪ হাজার ৫৭৫ জনের প্রস্তাব করা হয়েছে।
বিমানের কর্মরত জনবল সংক্রান্ত পরিসংখ্যান অনুযায়ী, ২০০৭ সালের ৩০ জুন পর্যন্ত স্থায়ী জনবল ছিল ৪ হাজার ৫৯৯ ও অস্থায়ী (ক্যাজুয়াল) ৭৫৬ জনসহ মোট ৫ হাজার ৩৫৫ জন। একই বছর ৩১ ডিসেম্বর স্থায়ী জনবল দাঁড়ায় ২ হাজার ৭৯২ ও অস্থায়ী ১ হাজার ৪২৩ জন। আবার ২০০৮ সালের ৩১ ডিসেম্বরে স্থায়ী জনবল ২ হাজার ৮৭৪ ও অস্থায়ী ১ হাজার ৮০৯ জনসহ মোট জনবল ৪ হাজার ৬৮৩ জনে। বর্তমানে বিমানের জনবল সাড়ে ৪ হাজারের মতো। এর মধ্যে স্থায়ী জনবল ৩ হাজার ১৯৭ জন এবং ১ হাজার ২০০টি অস্থায়ী পদ।
জনবল ৪ হাজার ৪০০ তে নামিয়ে আনাসহ চারটি শর্তে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ২০০৭ সালে কোম্পানি করা হয়। সে সময় স্বেচ্ছা-অবসর স্কিমের আওতায় মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী জনবল কমিয়ে আনার সিদ্ধান্ত হয়।
আরএম/এএইচ/আরএস/এমএস