‘বাঁশের বেড়ার ঘরে থাকতাম, এখন থাকি বিল্ডিংয়ে’

‘ঠাঁই নাই ঠাঁই নাই ছোটো সে তরী, আমারি সোনার ধানে গিয়েছে ভরি’। রবীন্দ্রনাথের কবিতার এই পঙ্ক্তি যেন সাগর বা নদীপাড়ের মানুষের জন্যও বাস্তব হয়ে ধরা দেয়...