কুষ্টিয়ায় সেফটি ট্যাংকে পড়ে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু
কুষ্টিয়ায় সেফটি ট্যাংকে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২ টায় সদর উপজেলার বিসিক শিল্প নগরী এলাকার আনিসুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চুয়াডাঙার কালিদাসপুর ইউনিয়নের পাকুলা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে শাহিন (২৫) ও একই গ্রামের শাহিন মোল্লার ছেলে আশিক (২২)। এ ঘটনায় মিঠুন (২৫) নামে আরেক নির্মাণ শ্রমিক গুরুতর অসুস্থ অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল থেকে ওই এলাকার আনিসুল ইসলামের বাড়িতে নির্মাণ কাজ করছিল শাহিন, আশিক ও মিঠুন। দুপুর সাড়ে ১২টার দিকে বিল্ডিং এর কাজ করার সময় সেফটি ট্যাংক ভেঙে পড়ে যায় শাহিন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে আশিক ও মিঠুন দুইজন ট্যাংকের ভেতর পড়ে যায়। এতে শাহিন ও মিঠুন তলিয়ে যায়। মিঠুন এর আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে শাহিন ও আশিককে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আল-মামুন সাগর/এসএস/এমএস