ডিগ্রি পরীক্ষা চলাকালীন কেএমপির নিষেধাজ্ঞা


প্রকাশিত: ০৯:০৫ এএম, ০৬ মার্চ ২০১৬

২০১৪ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স (পুরাতন সিলেবাস) পরীক্ষা চলাকালীন সময়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার  খুলনা মহানগরী এলাকায় আদেশ জারী করেছেন।

আদেশে বলা হয়েছে, পরীক্ষার দিন সকাল আটটা থেকে পরীক্ষা চলাকালীন সময় পর্যন্ত পরীক্ষার কেন্দ্রের চতুর্দিকে ২০০ গজের মধ্যে পাঁচ বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাঘেরা ও মিছিল করতে পারবেন না। পরীক্ষাকেন্দ্র এলাকায় কেউ কোনো প্রকার অস্ত্রশস্ত্র, ছুরি, লাঠি, বিষ্ফোরক দ্রব্যাদি বা ঐ জাতীয় কোনো পদার্থ বহন করতে পারবেন না এবং কেউ কোনো প্রকার লাউড স্পীকার বা ঐ জাতীয় কোনো যন্ত্র দ্বারা উচ্চস্বরে কোনো শব্দ করতে পারবেন না।

পরীক্ষা কেন্দ্রসমূহ হচ্ছে- সরকারি আযম খান কমার্স কলেজ, সরকারি সুন্দরবন আদর্শ কলেজ, সরকারি এম এম সিটি কলেজ, সরকারি পাইওনিয়ার মহিলা কলেজ, হাজী আবদুল মালেক ইসলামিয়া কলেজ, বয়রা সরকারি মহিলা কলেজ, সরকারি বিএল কলেজ দৌলতপুর, দিবা-নৈশ কলেজ দৌলতপুর এবং শহীদ আবুল কাশেম কলেজ হরিণটানা।

আলমগীর হান্নান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।