সরকারি অনুমোদন ছাড়া শিক্ষার্থীদের টিকা না দেওয়ার নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২৯ পিএম, ০৯ মে ২০২৩

সরকারি অনুমোদন ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ভ্যাকসিন প্রয়োগ না করতে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। বর্তমানে বিভিন্ন নকল ভ্যাকসিনের মোড়ক লাগিয়ে তা ছড়িয়ে দেওয়া হচ্ছে। এসব শিক্ষার্থীদের শরীরে প্রবেশ করলে ঝুঁকি তৈরি হতে পারে। এ বিষয়ে সর্তক করে মঙ্গলবার (৯ মে) মাউশি থেকে নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, সার্ভেরিক্স ভ্যাকসিন (হিউম্যান পাপিলিওমাভাইরাস ভ্যাকসিন) পাওয়া গেছে। অনিবন্ধিত জেন ভেক-বি ভ্যাকসিন ভায়ার থেকে খালি ভায়ালে আংশিকভাবে সার্ভেরিক্স ভ্যাকসিনের নকল লেবেল লাগিয়ে একটি চক্র তা বাজারজাত করছে। যা গত ১৬ মার্চ সিআইডির মাধ্যমে জব্দ করা হয়েছে। গত ১৮ মার্চ ঔষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা ঢাকার মিরপুরের দারুস সালামে এ আর খান ফাউন্ডেশন এ ভ্যাকসিনটি দিয়ে মেয়েদের ভ্রাক্সিনেশন করা হতো তার আলামত পেয়েছে।

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

বলা হয়েছে, গাজীপুর জেলার বিভিন্ন স্কুল-কলেজে নকল ভ্যাকসিনের প্রচারণা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। সে কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে বেসরকারি পর্যায়ের কোনো ধরনের ভ্যক্সিনেশন করার জন্য এ বিষয়ে ঔষুধ প্রশাসন অধিদপ্তর/স্বাস্থ্য অধিদপ্তরের পুর্বানুমোদন নিতে নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখিত প্রতিষ্ঠানগুলোর অনুমোদন ছাড়া এ ধরনের কার্যক্রম শিক্ষাপ্রতিষ্ঠান না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

এমএইচএম/এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।