সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত


প্রকাশিত: ০১:৫৬ পিএম, ০৯ মার্চ ২০১৬

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় আবদুল মান্নান (৬৫) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় নগরীর নুরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল মান্নান নগরীর শুভপুর এলাকার মৃত কালু মিয়া বেপারী ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা মহানগরীর জনতা ব্যাংক শাসনগাছা শাখার সাবেক ব্যবস্থাপক ও নগরীর শুভপুর এলাকার বাসিন্দা আবদুল মান্নান নুরপুরের গুধিরপুকুর এলাকা দিয়ে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে হেঁটে যাচ্ছিলেন। এসময় দুইটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। একটি সিএনজি উল্টে পথচারী আবদুল মান্নানের উপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শফি দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।  

কামাল উদ্দিন/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।