নাছিমা বেগম-এর কবিতা
দিন বদলে শিশু কিশোর
আমরা শিশু আমরা কিশোর
নতুন দিনের স্বপ্নে বিভোর
বাধা যত উপড়ে ফেলে
জীবনটাকে ধরবো মেলে
সাগর নদী মরু পাহাড়
ডিঙিয়ে যাবো অথই পাথার
সোনালী দিনের রঙিন আভায়
আনবো নতুন ভোর।
মাদকের করাল গ্রাস
শিশুর ঘটায় সর্বনাশ
মাদককে আমরা না বলবো
সমাজটাকে বদলে দেবো
নারী পাচার শিশু পাচার
রুখে দেবো সব অনাচার
অপরাধী কেউ পাবেনা ছাড়
ঘোচাবো আঁধার ঘোর।
বাল্যবিয়ে শিশুর জন্য
বড়ই ক্ষতিকর
শহর বন্দর গ্রাম-গঞ্জে
জানাই এ খবর
বাবা- মাকে সাথে নিয়ে
বন্ধ করবো বাল্যবিয়ে
আঠারোর আগে বিয়ে নয়
তুলবো আওয়াজ জোর।
যৌন হয়রানি বন্ধ করতে
বখাটেদের হবে রুখতে
সাহস নিয়ে পা বাড়াবো
চেতনাকে জাগিয়ে দেবো
সন্ত্রাসীদের করবো ঘৃণা
দুর্নীতিকে সায় দেবোনা
সত্যের সাথে সদা চলতে
খুলব মনের দোর।
করবো সবাই লেখাপড়া
লক্ষ্য মোদের জীবন গড়া
ধনী গরীব নির্বিশেষে
থাকবো সবাই সবার পাশে
দিনবদলে এগিয়ে যাবো
ডিজিটাল বাংলা গড়বো
বিশ্ব সভায় তাল মেলাতে
বাঁধবো নতুন ডোর।
বিশেষ শিশু
আমরা যারা বিশেষ শিশু
বলতে চাই আজ অনেক কিছু
বৈরিতাকে হারিয়ে দিয়ে
প্রতিবন্ধিতার পাথার পেরিয়ে
করবো যে জয় সকল কিছু।
মানবোনা বাধা মানবোনা
হারবোনা মোরা হারবোনা
খেলাধুলা আর নৃত্যগীতে
জীবন চলার সকল পথে
থাকবোনা আর পরে পিছু।
স্নেহ মায়া আদর যতন
পরিবারের অটুট বাঁধন
বিশেষভাবে যত্ন নিলে
এগিয়ে যাবো সবাই মিলে
অসাধ্য নয় মোদের কিছু ।
বঙ্গবন্ধু শেখ মুজিব
বঙ্গবন্ধু শেখ মুজিব
তুমি জীবন্ত, চির সজীব
রক্ত চক্ষুকে করোনিতো ভয়-
গেয়েছো শুধু বাংলার জয়
অপরাজেয় তুমি শেখ মুজিব
জাতির পিতা তুমিই মুজিব।
৭ই মার্চে তোমার ভাষণ
স্বৈরাচারের শাসনে কাঁপন
পরাজিত করে পরাধীনতা
এনেছো তুমি স্বাধীনতা
জাতির বুকে জ্বেলেছো প্রদীপ
নেতা তুমি শেখ মুজিব।
ন্যায়ের পথে সমুন্নত
মাথা কখনো করোনি নত
বাংলাকে তুমি ভালবেসে
বিলিয়ে দিলে নিজেরে হেসে
মানবতার মূর্ত প্রতীক
পিতা তুমি শেখ মুজিব।
লেখক : সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
এইচআর/আরআইপি