বগুড়ায় আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০


প্রকাশিত: ০৩:৫১ পিএম, ১১ মার্চ ২০১৬
প্রতীকী ছবি

বগুড়ার শেরপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বগুড়া-ঢাকা মহাসড়কের শেরুয়া বটতলা এলাকায় শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এসময় মহাসড়কে একঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী মনোনয়ন শেষে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মনোনীত করতে বিকেলে শেরুয়াবটতলা এলাকায় একটি কিন্ডার গার্টেন স্কুলে তৃণমূল নেতাকর্মীদের ভোটের আয়োজন করা হয়। ভোটে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবু তালেব আকন্দ ৪৬ ভোট পেয়ে চেয়ারম্যান প্রার্থী মনোনীত হন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আল-আমীন ৩৭ ভোট পান।

তৃণমূলের ভোট শেষে আবু তালেব আকন্দ তার কর্মী সমর্থক নিয়ে আল আমীনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যান। এসময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায় তা সংঘর্ষে রুপ নেয়। উভয়পক্ষই লাঠি সোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় তারা মহাসড়কে বেশ কিছু যানবাহন ও দোকানপাট ভাঙচুর ছাড়াও একে অপরের উপর হামলা চালায়।

খবর পেয়ে শেরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এতে কোনো কাজ না হওয়ায় রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে দুই গ্রুপের নেতাকর্মীদের ছত্রভঙ করে দেয়া হয়। পরে মহাসড়কে পুলিশ অবস্থান নিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। আহতদের শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে আসাদুল, আব্দুল হান্নান ও আবুল কালামকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শেরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান আলী জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষ থামাতে পুলিশ ১২ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে।

এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।