মির্জা আব্বাসের জামিন স্থগিত


প্রকাশিত: ০৪:২৯ এএম, ১৪ মার্চ ২০১৬
ফাইল ছবি

প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দুদকের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে হাইকোর্টের দেয়া জামিন এক সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ।  

দুদকের করা এক আবেদনের শুনানি করে সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে  ৫ সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন ও নিতাই রায় চৌধুরী। অপরদিকে, দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।

খুরশীদ আলম খান সাংবাদিকিদের বলেন, মির্জা আব্বাসের জামিন এক  সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। এ সময়ের মধ্যে দুদককে নিয়মিত আপিল করতে বলেছেন।

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী থাকাকালে সাংবাদিকদের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ এনে ২০১৪ সালে শাহবাগ থানায় মামলা করে দুদক। এ মামলা ছাড়াও নাশকতার দুই মামলায় গত ৬ জানুয়ারি বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন আব্বাস। কিন্তু বিচারিক(নিন্ম) আদালতে জামিন আবেদন করে বিফল হয়ে হাইকোর্টে জামিনের আবেদন  করেন তিনি।

হাইকোর্ট আব্বাসের জামিন নিয়ে দুর্নীতির দুই মামলায় ইতোমধ্যে রুল জারি করেছেন। ৯ মার্চ বুধবার এ রুল নিষ্পত্তি করে তাকে জামিন দেন হাইকোর্ট।কিন্তু দুদক জামিন স্থগিত চেয়ে আবেদন করার পর গত বৃহস্পতিবার চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দার আবেদনটি ১৪ মার্চ শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।

সোমবার এ আবেদনের শুনানি শেষে হাইকোর্টের আদেশ এক সপ্তাহের জন্য স্থগিত করেন। এর ফলে কারাবন্দী অবস্থায় বারডেমে চিকিৎসাধীন বিএনপির এ নেতার জামিনে মুক্তি আটকে গেল।

এফএইচ/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।