খুলনায় সড়ক ও রেলপথ অবরোধ


প্রকাশিত: ০৬:৫৮ এএম, ১৪ মার্চ ২০১৬
ফাইল ছবি

পাটখাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দসহ পাঁচ দফা দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছেন রাষ্ট্রায়ত্ত জুটমিলের শ্রমিকরা। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি চলাকালে খুলনা-যশোর মহাসড়কে যানজটের সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।

সোমবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করা হয়।

মহানগরীর খালিশপুরের নতুন রাস্তা মোড়ে ক্রিসেন্ট, প্লাটিনাম, স্টার ও খালিশপুর জুটমিল, আটরা-গিলাতলা শিল্পাঞ্চলের আলীম ও ইস্টার্ন এবং যশোরের রাজঘাট এলাকায় জেজেআই ও কার্পেটিং জুটমিলের শ্রমিকরা এ কর্মসূচি পালন করেন। বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
 
রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক ও আলীম জুট মিলের সিবিএ সভাপতি আব্দুল সালাম জমাদ্দার বলেন, পাটকলগুলোতে কাঁচা পাটের চরম সংকট দেখা দিয়েছে। সেই সঙ্গে শ্রমিকদের সপ্তাহের মজুরি সপ্তাহে পাওয়া যায় না। ইতোমধ্যে মিলগুলোর শ্রমিকদের ৫ থেকে ৬ সপ্তাহের মজুরি বকেয়া পড়েছে। তাই পাটখাতে প্রয়োজনীয় অর্থবরাদ্দসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা এ কর্মসূচি পালন করেছি।

আলমগীর হান্নান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।