জাতীয়করণের দাবি

আন্দোলনে এসে অসুস্থ, বাড়ি ফিরেই শিক্ষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০২ পিএম, ২২ জুলাই ২০২৩
অহিদ আহম্মদ/ছবি- সংগৃহীত

বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আন্দোলনে অংশ নিয়ে অসুস্থ হয়ে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। অহিদ আহম্মদ (৫৮) নামের এ শিক্ষক নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার এ কে জি ছায়দুল হক আদর্শ উচ্চ বিদ্যালয়ে কর্মরত ছিলেন।

অহিদ আহম্মদের সহকর্মীরা জানান, আন্দোলনে যোগ দিতে গত সপ্তাহে অহিদ আহম্মদ নোয়াখালী থেকে ঢাকায় আসেন। টানা এক সপ্তাহ কর্মসূচিতে অংশও নিয়েছেন তিনি। শুক্রবার (২১ জুলাই) দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেন শিক্ষক নেতারা। বাড়ি পৌঁছানোর পর রাতে মারা যান তিনি।

বিজ্ঞাপন

বাংলাদেশ টিচার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: নির্বাচনের আগে জাতীয়করণ সম্ভব নয়, ক্লাসে ফিরে যান

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগো নিউজকে বজলুর রহমান মিয়া বলেন, যতদূর জেনেছি, জাতীয়করণের দাবি আদায়ের আন্দোলনে যোগ দিতে অহিদ আহম্মদ গত শুক্রবার (১৪ জুলাই) ঢাকায় আসেন। বয়স্ক মানুষ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। আমরা দ্রুত তাকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানোর ব্যবস্থা করি। কিন্তু তিনি আমাদের শোকে ভাসিয়ে ওপারে পাড়ি জমিয়েছেন। আমরা যারা আজ রাস্তায় আন্দোলনে আছি, তারা শোকাহত। এ শোককে শক্তিতে রূপ দিয়ে দাবি আদায় করে শিক্ষকরা ঘরে ফিরবেন।

সহকর্মী ও শিক্ষকদের সঙ্গে অহিদ আহম্মদ (মাঝে)/ছবি- সংগৃহীত

তিনি বলেন, আজ (শনিবার) বাদ আসর অহিদ আহম্মদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জেনেছি। নোয়াখালী জেলায় আমাদের বিটিএ’র (বাংলাদেশ টিচার্স অ্যাসোসিয়েশন) নেতারা মরহুমের পরিবারের সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন। তার মৃত্যু স্বাভাবিক নাকি অন্য কোনো কারণে হয়েছে, তাও খতিয়ে দেখছেন শিক্ষক নেতারা। তারা আমাদের পরে এ বিষয়ে বিস্তারিত জানাবেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে গত ১১ জুলাই থেকে আন্দোলন শুরু করেন বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা। আজ চলছে আন্দোলনের ১২তম দিন। এদিনেও কোনো সমাধান পাননি আন্দোলনকারীরা। শিক্ষকরা বলছেন— দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে ৫ মিনিটের সাক্ষাৎ চান আন্দোলনরত শিক্ষকরা

গত ১১ জুলাই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন এমপিওভুক্ত শিক্ষকরা। এরপর টানা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও কর্মসূচি করেছেন। আজ শনিবার টানা ১২ দিনের মতো তাদের কর্মসূচি চলছে।

বিজ্ঞাপন

এর মধ্যেই গত ১৯ জুলাই আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ওই বৈঠকে মন্ত্রী জানিয়ে দেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ সম্ভব নয়। তবে জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে দুটি কমিটি গঠনের কথা জানান তিনি। একইসঙ্গে মন্ত্রী শিক্ষকদের নিজ নিজ এলাকায় ফিরে ক্লাসে যোগদানের আহ্বান জানান।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি বাতিল

তবে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক ‘ফলপ্রসূ’ হয়নি দাবি করে পরদিন ২০ জুলাই ফের আন্দোলনে নামেন শিক্ষকরা। জাতীয়করণ ইস্যু ছাপিয়ে এখন শিক্ষকদের দাবি হয়ে উঠেছে— প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ৫ মিনিট সাক্ষাতের আকুতি। অবস্থান কর্মসূচি থেকে শিক্ষক নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা গ্রহণে বারবার তাগাদা দিচ্ছেন। সরকারপ্রধানের আশ্বাস পেলেই তারা কেবল ক্লাসে ফিরবেন বলে জানিয়েছেন। তবে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো সাড়া মেলেনি।

বিজ্ঞাপন

এএএইচ/কেএসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।