‘বীর মুক্তিযোদ্ধাদের প্রজন্ম আগামী বিশ্বের নেতৃত্ব দেবে’

স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে বিদেশি রাষ্ট্রের অযাচিত হস্তক্ষেপ বন্ধের আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান।
তিনি বলেন, ‘আপনারা নিজ দেশের প্রতি আরও বেশি যত্নবান হোন। বাংলাদেশ জানে কাকে মর্যাদা দিতে হবে, আর কাকে দিতে হবে না। আপনারা জেনে রাখুন, আগামীর পথচলায় বাংলাদেশ হবে অনন্য মডেল। এ দেশের বীর মুক্তিযোদ্ধাদের প্রজন্ম আগামী বিশ্বের নেতৃত্ব দেবে।’
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের ওপর বিদেশিদের হস্তক্ষেপ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম অব বাংলাদেশ (ইআরডিএফবি) ও সাপ্তাহিক উদ্যোক্তা যৌথভাবে এ সভার আয়োজন করে।
অধ্যাপক মশিউর রহমান বলেন, ‘আপনাদের দেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, সেটিকে রক্ষায় মনোযোগী হোন। স্কুলগামী শিক্ষার্থীদের গুলি করে হত্যা করা হচ্ছে, গাড়িতে হামলা করে পুলিশ মানুষ মারছে সেসব বন্ধে আপনাদের নজর দেওয়া জরুরি। বাংলাদেশ অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মুক্তির পথে এগোচ্ছে সঠিকভাবে।’
আরও পড়ুন>> জনগণ ভোট দিতে পারলে সেলফির ভরসায় বাঁচতে পারবেন না: গয়েশ্বর
তিনি বলেন, ‘আগামী পথচলায় আমরা মানবমুক্তি, মানবিক এবং আত্মমর্যাশীল বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যাচ্ছি। কোনো পুঁজিবাদী রাষ্ট্রের সঙ্গে আমাদের প্রতিযোগিতা নেই। বাংলাদেশ এক ভিন্ন শক্তিতে নতুন উচ্চতায় যেতে চায়। এটিই হবে বাংলাদেশে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শে উজ্জীবিত প্রাণ সঞ্চারিত মূলধারা। সে ধারায় আগামীতে বিশ্বের বহু মানুষ শামিল হবে। সুতরাং আগামী বিশ্বের নেতৃত্ব বাঙালি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে।’
রোহিঙ্গা প্রত্যাবাসন ঠেকাতেও বিদেশিরা ষড়যন্ত্র করছে উল্লেখ করে ড. মশিউর রহমান বলেন, ‘মিয়ানমার থেকে একরাতে যেদিন লাখো শরণার্থী আশ্রয়হীন হয়েছিল বিদেশি ১৪০ জন বিবৃতিদাতার স্বাক্ষরের কলম সেদিন কোথায় ছিল? কেন এ লাখো শরণার্থীর মানবিক আশ্রয়ে আপনারা দাঁড়ালেন না? এ শরণার্থী আশ্রয়ে স্বাস্থ্যঝুঁকি আছে, সংকট আছে, তা জেনে শুনে বুঝেও মানবিকতাকে অগ্রাধিকার দিয়ে এ মানুষগুলোর পাশে দাঁড়িয়েছি আমরা। আজও কি আপনারা তাদের দায়িত্ব নিচ্ছেন? নানা কূটকৌশলে তারা এখানে কীভাবে থাকবে, আগামী দিনে কীভাবে সংকট তৈরি হবে, তার ষড়যন্ত্র করছেন।’
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য ও ইআরডিএফবির সভাপতি অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী সাইফুদ্দিন আহমেদ, আরপি সাহা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনীন্দ্র কুমার রায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. তৌহিদা রশীদ।
এএএইচ/ইএ/এএসএম