বাংলাদেশ ক্যাম্পাস

ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:০৩ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৪

যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ক্লাবের উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সংগীতানুষ্ঠান ও আবৃত্তিসহ নানান কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক দাতো ড. মোহাম্মদ সালেহ জাফর। এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা।

ফ্যাকাল্টি অব বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্টের ডিন প্রফেসর ড. গোলাম আহমেদ ফারুকীর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাবের শিক্ষার্থীরা দলগত সংগীতায়োজন করেন এবং কবিতা আবৃত্তি ও প্রবন্ধ পাঠ করেন। সেই সঙ্গে একুশে ফেব্রুয়ারির ভাষা শহীদদের স্মরণে একটি বিশেষ ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিরাও একুশের চেতনা তরুণ প্রজন্মের মধ্যে বিকশিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।