১৫২৮ জিপিএ-৫

ভিকারুননিসায় শিক্ষার্থীদের নেচে-গেয়ে উল্লাস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:০৩ পিএম, ১২ মে ২০২৪

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। ফল প্রকাশকে ঘিরে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা গেছে। প্রত্যাশিত রেজাল্ট পেয়ে স্কুলের মাঠে নেচে-গেয়ে সহপাঠীদের নিয়ে আনন্দ উদযাপন করছেন এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

সরেজমিনে ভিকারুননিসায় দেখা গেছে, ফলাফলের জন্য সকাল ১০টা থেকে বাবা-মাসহ শিক্ষার্থীরা উপস্থিত হয়েছেন। বেলা ১২টায় আনুষ্ঠানিক রেজাল্ট পাওয়ার পর আনন্দ উচ্ছ্বাস শুরু হয় শিক্ষার্থীদের। এসময় সবাই কাঁধে কাধ মিলিয়ে আনন্দে মেতে ওঠেন। ডাক-ঢোল বাজিয়েও উল্লাস করেন তারা।

বিজ্ঞাপন

কলেজের অধ্যক্ষ কেকা রয় চৌধুরী বলেন, এবার আমাদের পরীক্ষার্থী ছিল ২২০৬ জন। পাস করেছে ২১৬১ জন, ফেল করেছে ৩৪ জন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৫২৮ জন।

তাসমিয়া জাহান নামে এক শিক্ষার্থী জাগো নিউজকে বলেন, আলহামদুলিল্লাহ, আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি। সব কৃতিত্ব আমার বাবা-মায়ের। ইন্টারমিডিয়েটেও আমি এ কলেজে পড়তে চাই। এরপর আমার ডাক্তার হওয়ার ইচ্ছা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নুসরাত তরী নামে এক শিক্ষার্থী বলেন, প্রত্যাশা ছিল জিপিএ-৫ পাবো। গোল্ডেন নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম, তবে পেয়েছি। আমার আম্মু আগে আমার রেজাল্ট দেখে আমাকে জানিয়েছে। এ খুশি ভাষায় প্রকাশ করতে পারবো না।

আরও পড়ুন

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় ৯টি সাধারণ, মাদরাসা ও কারিগরি বোর্ডে গড়ে পাসের হার ৮৩ দশমিক ০৪ শতাংশ। গত বছর অর্থাৎ ২০২৩ সালে গড় পাসের হার ছিল ৮০ দশমিক ৩৯ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার ২ দশমিক ৬০ শতাংশ বেড়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পাসের হার বাড়লেও এবার জিপিএ-৫ কমেছে। এ বছর ১১টি বোর্ডে জিপিএ-৫ অর্জন করেছে ১ লাখ ৮২ হাজার ১৫২ জন শিক্ষার্থী। গত বছর অর্থাৎ ২০২৩ সালে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন। সেই হিসেবে এবার জিপিএ-৫ কম পেয়েছে ১ হাজার ৪২৬ জন।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

রোববার (১২ মে) সকাল ১০টা ৫৫ মিনিটে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশের ঘোষণা দেন। এরপর বেলা ১১টা থেকে শিক্ষার্থীরা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে ফলাফল দেখতে পারছেন।

আরএএস/এমএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।