অবস্থানের পর শাহবাগ মোড় ছাড়লো স্বেচ্ছাসেবক দল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪০ পিএম, ১৫ জুলাই ২০২৫

সারাদেশে প্রশাসনিক নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যায় সড়কে অবস্থান নেয় তারা। এতে চারপাশ থেকে আসা যানবাহনের চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ১৫ মিনিট পর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মোড় ছেড়ে গেলে যান চলাচল শুরু হয়।

এর আগে বিকেল ৪টার দিকে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব–উন–নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান প্রমুখ।

মিছিলটি সেখান থেকে কয়েক হাজার নেতা-কর্মীসহ শাহবাগ মোড়ে এসে পৌঁছালে তারা সড়কে দাঁড়িয়ে যান।

এমএইচএ/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।