পাওয়া যাচ্ছে মামুন মুস্তাফার কাব্যগ্রন্থ ‘মায়ামন্ত্র’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কবি মামুন মুস্তাফার কাব্যগ্রন্থ ‘মায়ামন্ত্র’। বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান উত্তরা। পরিবেশক আগামী প্রকাশনী।

বইটির প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। ৬৪ পৃষ্ঠার বইটির মুদ্রিত মূল্য রাখা হয়েছে ২২৫ টাকা।

বাংলাদেশের কবিতায় নব্বই দশকের স্বতন্ত্রধারার গুরুত্বপূর্ণ কবি মামুন মুস্তাফা। তার কবিতায় যাপিত জীবনের জটিল বিন্যাস, দার্শনিক অন্তর্মুখীনতা এবং ঐতিহ্যনিষ্ঠ স্মৃতিকাতরতা মুখ্য হয়ে উঠেছে।

অন্যদিকে তার কবিতার মেজাজ ও বাকভঙ্গি প্রতীকী, বিশুদ্ধ সিম্বলিস্ট এবং গড়ে তোলেন পরাবাস্তবতার কুহক। কবিতার নিজস্ব পৃথিবী নির্মাণের দক্ষ কারিগর মামুন মুস্তাফার অন্য স্বাদের ঘোর লাগা জাদুবাস্তবতার কবিতা ‘মায়ামন্ত্র’।

বইটি পাওয়া যাবে আগামী প্রকাশনীর ৯ নম্বর প্যাভিলিয়নে এবং লিটল ম্যাগ চত্বরে লেখমালার ১১ নম্বর স্টলে।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।