অনুপ্রেরণা দিতে মেলায় রেডিও স্বাধীন


প্রকাশিত: ০২:১১ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৬

নিজেদের বিভিন্ন অনুষ্ঠানের প্রচারণা আর শিশু কিশোরদেরকে অনুপ্রেরণা দিতে এবারের অমর একুশে বইমেলায় অংশ নিয়েছে রেডিও স্বাধীন ৯২.৪ এফএম। মেলার ৫৯ নং স্টলে ছোট্ট পরিসরে অংশ নিয়েছে তারা।

স্টলে অবস্থানরত রেডিও স্বাধীনের প্রোগ্রাম প্রোডিউসার কাজী রাইন আল হোসাইন জানান, মূলত বিভিন্ন প্রোগ্রামের প্রচারণা করতেই মেলায় অংশ নিয়েছেন তারা।

পাশাপাশি উপমহাদেশের বিখ্যাত ব্যক্তিদের জীবনী সংক্ষিপ্ত সংবলিত লিপলেট ফ্রি বিতরণ করছেন তারা। বিখ্যাত ব্যক্তিদের সম্পর্কে যাদের জানা নেই তাদের সঙ্গে আলোচনা করে লিফলেটগুলো ফ্রি বিতরণ করছেন তারা।

তিনি আরো জানান, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, হুমাায়ুন আহমেদ, সালাম, রফিক,জব্বারসহ কয়েকজন ব্যক্তির ছবি সংবলিত সুবিনিয়র মাত্র ২০ টাকায় বিক্রি করছেন তারা।

কেমন সাড়া পাচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, ভাল সাড়া পাচ্ছি। উঠতি বয়সী তরুণদের আগ্রহই বেশি দেখছি।

এমএম/এমএইচ/এসকেডি/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।