জগৎ স্রেফ একটা আয়না- দুই দিকেই ভেতর-বাহির


প্রকাশিত: ০৫:২৬ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৬

আতরের ঘ্রাণে সবুজ আঙিনায় বিস্ময়ে কবি জানান দিয়েছেন জন্মের মাদক মুহূর্ত। আলো আঁধারে প্রগাঢ় শব্দে বুনেছেন স্বর্গ নরকের দ্বিধান্বিত চিত্র। পরক্ষণেই বাস্তবতায় ফিরে আসেন তিনি। পাতাবাহারের অক্ষরে গেয়েছেন মানুষ ও প্রকৃতির নিগূঢ় গল্প। পাগলামির রেখায় ঝংকার তুলেছেন, খুলতে চেয়েছেন নিরন্ন অসহায় মানুষের মুক্তির বাতায়ন। মাতাল আয়নাজুড়ে মস্তিষ্কের রঙ কিংবা মরা বাতাসেও খুঁজে ফিরেছেন যুবতীর সুগভীর স্তন, সোমেশ্বরীর চিকচিকে হাসি। মাঝে মাঝে হতাশ হয়েছেন। ব্যঙ্গ করেছেন অশ্লীল অশুদ্ধ রাজনীতিকে। জোব্বাধারী হরিণী কিংবা অদ্ভুত নীল পোকাদের দৌরাত্বে দিশেহারা পথের মোড় হাতে দাঁড়িয়ে কুয়াশার আভরণে মুহ্যমান হৃদয়। জীবন এক বিস্ময়! প্রেম বহমান নদী। প্রেয়সীর মুখ কবির কাছে রহস্যের কোরাস। তবুও চেতনার মন্দিরে অজস্র পুষ্প বর্ষণে প্রিয়তমাকে কাছে পেয়েছেন। উর্বর কবিতার মোহনায় কবির স্বতন্ত্র ঢঙ পাঠককে বিমোহিত করবে আশা করি। আসুন, আজিম হিয়ার অন্ধ আতরের ঘ্রাণে মন্থন করি। আলিঙ্গন করি স্বপ্নময় এক পৃথিবীর জলসা। বইটি প্রকাশ করেছে চৈতন্য প্রকাশন। প্রচ্ছদ করেছেন সারাজাত সৌম। দাম ১০০ টাকা। পাওয়া যাবে বইমেলায় চৈতন্য‘র স্টলে ( স্টল নং-১৫৬ সোহরাওয়ার্দী উদ্যান) এবং লিটলম্যাগ চত্বরে চৈতন্য‘র স্টলে।

কবিতাগ্রন্থ : অন্ধ আতরের ঘ্রাণ
আজিম হিয়া
প্রকাশক : চৈতন্য প্রকাশন (বইমেলায় স্টল নং-১৫৬ সোহরাওয়ার্দী উদ্যানে এবং লিটলম্যাগ চত্বরে চৈতন্য-এর স্টলে পাওয়া যাবে)
প্রকাশ : একুশে বইমেলা ২০১৬
প্রচ্ছদ : সারাজাত সৌম
দাম : ১০০ টাকা
মোবাইল : ০১৬৮১১৪৭৪২০,০১৯১৭০৭২৪৪০
পরিচিতি : নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার কুনিহাটী গ্রামে ১ জানুয়ারি ১৯৮৪ সালে। বর্তমানে বাংলাদেশ বেতার, সদর দপ্তর, ঢাকায় কর্মরত।

এইচএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।