ভালবাসার রঙে রঙ্গিন বইমেলা
বিশ্ব ভালবাসা দিবসে ভালবাসার রঙ লেগেছে অমর একুশে বইমেলাতেও। শনিবার ফাগুনের রঙে রঙিন বইমেলা রোববার ভালবাসার রঙে লাল রূপ ধারণ করেছে।
সরেজমিনে দেখা যায়, রোববার বিকেল ৩টায় বইমেলার মূল ফটক দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়। কিন্তু ভেতরে প্রবেশের জন্য এর অনেক আগে থেকেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেছেন বইপ্রেমী ও দর্শনার্থীরা।
দীর্ঘ সময় অপেক্ষা করলেও কোনো ক্লান্তি নেই জানিয়ে মুনিরা আক্তার নামে এক শিক্ষার্থী জানান, ভালবাসা দিবসে আনন্দ করতে সকালেই বাসা থেকে বের হয়েছি। শুধু বইমেলাটা ঘুরতে বাকি ছিল। তাই আগেভাগে ভেতরে প্রবেশের জন্য লাইনে দাঁড়িয়েছি।
অভ্র প্রকাশনীর মারুফ নামে এক কর্মচারী বলেন, প্রতিদিন স্টল খুলতে হয়। তাই তাড়াতাড়ি এসে আড়াইটার মধ্যে ভেতরে প্রবেশ করি। আজও একই সময়ে মেলায় আসলেও দীর্ঘলাইনটি ছিল চোখে পড়ার মতো। তাই ভেতরে ঢুকতেও সময় লেগেছে বেশি।
এদিকে, শনিবার ফাগুনের আনন্দ ভাগাভাগি করতে সকাল থেকে মেলা উন্মুক্ত থাকলেও রোববার দুপুরের পর মেলা উন্মুক্ত করার হয়। ফলে রোববার মানুষের ঢল নেমেছে শুরু থেকেই।
তবে দেখা গেছে, ফটক উন্মুক্ত করার পর থেকেই বই প্রেমীদের পদচারণায় মুখরিত হয়ে উঠছে অমর একুশে বইমেলা। ভালবাসা দিবসের সঙ্গে সামঞ্জস্য রেখে লাল পোশাক পরিধান করে বাংলা একাডেমির বইমেলাকে যেন লাল রূপে পরিণত করেছেন দর্শনার্থী ও বইপ্রেমীরা।
বিশেষ দিনের কারণে দর্শনার্থী বেশি হওয়ায় শনিবারের মতো রোববারও ভাল বিক্রয় প্রত্যাশা করছেন প্রকাশকরা।
এমএম/একে/এবিএস