ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ায় বদ্বীপ প্রকাশনী সিলগালা


প্রকাশিত: ০১:৩১ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে বই প্রকাশ করায় একুশের বইমেলা থেকে বদ্বীপ প্রকাশনীর স্টলকে সিলগালা করেছে শাহবাগ থানা পুলিশ। সোমবার বিকেলে সিলগালা করা হয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, ‘কয়েকদিন থেকে ওই প্রকাশনীর বইগুলো তদন্ত করা হচ্ছিল। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার প্রমাণ পাওয়ায় আজ ওই প্রকাশনীটি সিলগালা করে বন্ধ করে দেয়া হয়। এসময় প্রকাশনীটির ৬টি বই জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে সঙ্গত কারণে বইগুলোর নাম বলা যাবে না।’

মেলায় কোনো প্রকাশনী যদি এ ধরণের বই ছেপে থাকে তবে তাদের সিলগালা করা হবে বলেও জানান তিনি।

এআর/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।