মধ্য মেলায় গল্প উপন্যাস
অমর একুশে বইমেলা মধ্য সময় পার হলো আজ। মেলায় ইতোমধ্যেই বিভিন্ন প্রকাশনী থেকে প্রায় দুই সহস্রাধিক বই প্রকাশ পেয়েছে। প্রকাশিত বইয়ের মধ্যে অধিকাংশই গল্প-উপন্যাসের বই।
এবারের মেলায় প্রকাশিত উল্লেখযোগ্য গল্প-উপন্যাস সেরা দশ গল্প : হুমায়ূন আহমেদ, অন্য প্রকাশ। সেরা দশ গল্প : সৈয়দ শামসুল হক, অন্য প্রকাশ। সেরা দশ গল্প : হাসান আজিজুল হক, অন্য প্রকাশ। দ্বীপ : হুমায়ূন আহমেদ, অনুপম প্রকাশনী। বালিকার চন্দ্রযান ও অন্যান্য : সৈয়দ শামসুল হক, বেঙ্গল পাবলিকেশন।
জয়ের পথে জয়ের রথে বাংলাদেশ : আনিসুল হক, অনুপম প্রকাশনী। পাঁচ রকম হাসির উপন্যাস : আনিসুল হক, সময় প্রকাশন। সেরা দশ গল্প : শওকত আলী, অন্য প্রকাশ। সেরা দশ গল্প : ইমদাদুল হক মিলন, অন্য প্রকাশ। সাঁকো বাঁধার প্রত্যয় : যতীন সরকার, কথাপ্রকাশ। অন্য জীবন : মুহাম্মদ জাফর ইকবাল, অনুপম প্রকাশনী।
শ্রেষ্ঠ ভূতের গল্প, সম্পাদনায় : শামসুজ্জামান খান, তাম্রলিপি। শ্রেষ্ঠ রূপকথার গল্প : শামসুজ্জামান খান, তাম্রলিপি। শুচিতা : হাসনাত আবদুল হাই, আগামী প্রকাশনী। ফেরাউনের গ্রাম : শাকুর মজিদ, অন্য প্রকাশ। একজন আমলা-কবির উপাখ্যান : শাহাবুদ্দীন নাগরী, অন্য প্রকাশ। জোড়া উপন্যাস জন্মজাতি-মৈনপাহাড় : মুহম্মদ নূরুল হুদা, কথাপ্রকাশ।
শ্রেষ্ঠ গোয়েন্দা : শামসুজ্জামান খান, তাম্রলিপি। শ্রেষ্ঠ রহস্য গল্প : শামসুজ্জামান খান, তাম্রলিপি। মধুর মুহূর্তগুলি চলে যায় : মহাদেব সাহা, মাওলা ব্রাদার্স। যে শ্রেষ্ঠ একা : হাবীবুল্লাহ সিরাজী, মাওলা ব্রাদার্স। তিতুনি এবং তিতুনি : মুহম্মদ জাফর ইকবাল, কাকলী প্রকাশনী। ভালোবাসা নিও ফিরিয়ে দিও না : আনিসুল হক, কাকলী প্রকাশনী। ইডিয়ন আনলিমিটেড : সুমন্ত আসলাম, কাকলী প্রকাশনী।
বালিহাঁসের ডাক : স্বকৃত নোমান, অনিন্দ্য প্রকাশ। অমল তরণী তার : জ্যোতিপ্রকাশ দত্ত, অন্য প্রকাশ। ছোট সবুজ মানুষ : ইমদাদুল হক মিলন, অনন্য। রমনা মেইল : আবু রায়হান, সময় প্রকাশন। নিজের সঙ্গে একা : মাসউদ আহমাদ, সময় প্রকাশন। বিমূর্ত বসন্ত : মাসুমা সিদ্দিকী, সময় প্রকাশন। খামসূত্র : শফিকুর রহমান শান্তনু, সময় প্রকাশন। ডুমুরের ফুল : রোকেয়া লিটা, সময় প্রকাশন। অ ঝবপৎবঃ ড়ভ ডধৎ ইধনু : ঝযধযধুধফধ ইধংঁহরধ, সময় প্রকাশন। একলব্য : হরিশংকর জলদাস, অন্য প্রকাশ। সইতে নারি কইতে পারি : পূরবী বসু, অন্য প্রকাশ।
নিলির ভালোবাসা : মোশতাক আহমেদ, অন্য প্রকাশ। স্বপ্নের সীমানায় পারাপার : জ্যোতিপ্রকাশ দত্ত, অন্য প্রকাশ। বিজন নীল জলে : মাসুদ আহমেদ, অন্য প্রকাশ। রাজায় রাজায় যুদ্ধ : মুনিয়া মাহমুদ, অন্য প্রকাশ। বেলার আলোয় : শাহ মোয়াজ্জেম হোসেন, অনন্যা। বাবা আমার একলা বাবা : তৌহিদুর রহমান, অনন্যা। ব-দ্বীপের ভালোবাসা : আনিসুর রহমান, অনন্যা। জীবন পোড়ে তুষের আগুন : মাজহারুল মান্নান, অনন্যা। সাক্ষী ছিলো শিরস্ত্রাণ : সুহান রিজওয়ান, ঐতিহ্য। আবছায়াদের রূপকথা : শুভাশিস সিনহা, ঐতিহ্য। লিফটে আটকেপড়া যুবক-যুবতীরা : আনিসুল হক, সময় প্রকাশন। কবিকে নিয়ে কবিতা : পিয়াস মজিদ, সময় প্রকাশন।
ইয়োলো ক্যাব : তানিম কবির, ঐতিহ্য। শিশিরের আয়না ও অন্যান্য গল্প : রেজা নুর, অন্য প্রকাশ। নগর ঢাকায় জনৈক জীবনানন্দ : পিয়াস মজিদ, অন্য প্রকাশ। অন্য রকম মা : কণিকা রশীদ, অন্য প্রকাশ। দাঁড়ি কমা এবং একটি পাখি : লোপা কায়সার, অন্য প্রকাশ। বৃদ্ধ লোকটি ও একটি চারাগাছ : সন্তোষ কুমার শীল, অনন্যা।
১৫ আগস্টের ১০০ মিনিট : শেখ সাদী, কথাপ্রকাশ। শেষের কবিতা : রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলাপ্রকাশ। নখের ভিতর ময়লা চোখের ভিতরে প্রেম : বন্দনা কবীর, তাম্রলিপি। জুতো : নাদির হোসেন, তাম্রলিপি। ভাষা শহীদদের গল্প : মুনির হাসান, তাম্রলিপি। বীরশ্রেষ্ঠদের গল্প : রণজিৎ সরকার, তাম্রলিপি। ওরা কেন আসেনি : তুষার চক্রবর্তী, তাম্রলিপি।
এএসএস/এসকেডি/আরআইপি