হাসপাতালে পরিণীতি চোপড়া

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫:৪১ পিএম, ১৯ অক্টোবর ২০২৫
পরিণীতি চোপড়া । ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাজনীতিক স্বামী রাঘব চাড্ডার সংসারে শিগগির আসছে নতুন অতিথি। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, সন্তান জন্মের সময় ঘনিয়ে আসায় পরিণীতিকে এরই মধ্যে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারকা দম্পতির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, যে কোনো মুহূর্তেই সুখবরটি মিলতে পারে। তবে এখন পর্যন্ত পরিণীতি বা রাঘব- কেউই আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো বিবৃতি দেননি। চলতি বছরের আগস্টে দম্পতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম সন্তান আগমনের খবরটি নিজেরাই জানিয়েছিলেন। ইনস্টাগ্রামে একটি কেকের ছবি পোস্ট করে তারা লিখেছিলেন, ‘এক যোগ এক সমান তিন।’ সেই পোস্টে পরিণীতি আরও লিখেছিলেন, ‘আমাদের ছোট পৃথিবী আসতে চলেছে। কতটা ধন্য আমি, ভাষায় প্রকাশ করতে পারব না।’

২০২৩ সালের সেপ্টেম্বরে আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সঙ্গে গাঁটছড়া বাঁধেন পরিণীতি চোপড়া। রাজস্থানের উদয়পুরে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় তাদের বিয়ের অনুষ্ঠান। বিয়ের পর থেকে চলচ্চিত্রে বিরতি নিয়েছেন এই অভিনেত্রী।

হাসপাতালে ভর্তি থাকা অবস্থাতেও পরিণীতি সক্রিয় রয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। গত শনিবার ধনতেরস উপলক্ষে ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি ভাগ করে নিয়েছিলেন নিজের আলোয় মোড়া বাড়ির বাগানের একটি ছবি।

আরও পড়ুন:
কাকে নিয়ে এমন বিস্ফোরক মন্তব্য পরিণীতির
বেবি বাম্প নিয়ে প্রকাশ্যে পরিণীতি

এখন পুরো বলিউডজুড়েই অপেক্ষা- কবে সুখবরটি আনুষ্ঠানিকভাবে জানাবেন পরিণীতি ও রাঘব চাড্ডা। ভক্তরাও প্রার্থনা করছেন, যেন সুস্থ সন্তান জন্ম দেন এই তারকা মা।

এমএমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।