ইউটিউব কাঁপাচ্ছে সালমান-দিশার ‘সিটি মার’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪:০১ পিএম, ২৮ এপ্রিল ২০২১

অনেক প্রতীক্ষার পর অবশেষে ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা 'রাধে : দ্য মোস্ট ওয়ান্টেড ভাই' সিনেমার গান৷ 'সিটি মার' শিরোনামে এ গানটি মুক্তির পর থেকেই বেশ দারুন সাড়া মিলেছে।

সালমান-দিশার অসাধারণ 'স্ক্রিন কেমিস্ট্রি' মন ছুঁয়ে গেছে দর্শকের৷ নাচে-তালে মুগ্ধ করেছেন তারা৷ সেই সুবাদে ইউটিউবে ট্রেন্ডিংয়ে আছে এ গান৷ করেছে ভিউয়ের দিক থেকে বেশ কিছু রেকর্ডও।

গানটি মুক্তির ২৪ ঘণ্টার গানটির ভিউ হয় ৩.৪ মিলিয়ন। শুধু তাই নয় ২৪ ঘন্টায় মিলিয়ন ভিউ নিয়ে সেই দিনের ইউটিউবের সর্বোচ্চ ভিউ রেকর্ড অর্জন করেছে 'সিটি মার'। আর দুইদিন পেরিয়ে এর ভিউ ৩৫ মিলিয়নেরও বেশি৷

টুইটারের ট্রেন্ডিংয়েও ১ম স্থানে রয়েছে সালমান-দিশার নতুন এই গানটি। সাথে আরো একটি রেকর্ডও সৃষ্টি করেছে। বলিউডে মুক্তিপ্রাপ্ত সকল গানের মধ্যে সবথেকে দ্রুত ২২০০০ লাইকের মাইলফলক স্পর্শ করেছে এ গান।

সালমান খানের বান্ধবী বলে খ্যাত লুলিয়া ভান্তূর এবং কামাল খানের কণ্ঠে এর সংগীতায়োজন করেছেন দেভি শ্রী৷ কোরিওগ্রাফার হিসেবে ছিলেন শাইখ জানি বাসা।

প্রসঙ্গত, 'রাধে : দ্য মোস্ট ওয়ান্টেড ভাই' সিনেমাটি প্রযোজনা করছে সালমানের নিজ প্রযোজনা প্রতিষ্ঠান জি ফিল্মস। চলতি বছরের ১৩ মে ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

নতুন এই সিনেমাটি এখনো পর্যন্ত ৪০ টি দেশে মুক্তি পাবে বলে জানিয়েছে জি ফিল্মস।

সালমানের গান

এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।