মারা গেছেন অভিনেতা সুদীপ পাণ্ডে

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২:৪৮ পিএম, ১৬ জানুয়ারি ২০২৫

হৃদরোগে আক্রান্ত হয়ে ভারতের মুম্বাইয়ে মারা গেছেন ভোজপুরি অভিনেতা ও প্রযোজক সুদীপ পান্ডে৷ অভিনেতার পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তার বয়স হয়েছিল মাত্র ৩০ বছর।

ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ছিলেন সুদীপ। তার আকস্মিক মৃত্যুতে শোকাচ্ছন্ন হয়ে পড়েছে তার পরিবার ও অনুরাগীরা। গতকাল বুধবার বেলা ১১টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সুদীপ ২০০৭ সালে 'ভোজপুরিয়া ভাইয়া' ছবির মাধ্যমে তার অভিনয়জীবন শুরু করেন। দ্রুত একজন অ্যাকশন তারকা হিসেবে পরিচিতি ও খ্যাতি অর্জন করেন তিনি। ‘প্যায়ার মে’, ‘বলওয়া’ এবং ‘ধরতি’র মতো কিছু ভোজপুরি ছবিতে কাজ করেছিলেন সুদীপ।

২০১৯ সালে তাকে হিন্দি ছবি ‘ভি ফর ভিক্টর’-এ দেখা গিয়েছিল । সম্প্রতি ‘পারো পাটনা ওয়ালি’ ছবির দ্বিতীয় অংশের শুটিং শুরু করেছিলেন তিনি। কিন্তু তা আর শেষ করা হল না৷ হৃদরোগ কেড়ে নিল জনপ্রিয় অভিনেতাকে।

আরএমডি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।