ছত্রপতি শিবাজির স্ত্রী রূপে রাশমিকার চমক

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১:০০ পিএম, ২২ জানুয়ারি ২০২৫
রাশমিকা মান্দানা

রাশমিকা মান্দানা কখনো পাশের বাড়ির মেয়ে ‘শ্রীবল্লী’, আবার কখনো ‘দাবাং’ পুলিশ অফিসারের ভূমিকায় নজর কেড়েছেন। এবার ছত্রপতি শিবাজির স্ত্রী রূপে প্রথম লুকেই দর্শকদের দৃষ্টি আকর্ষণ করলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় এ নায়িকা। মঙ্গলবার (২১ জানুয়ারি) মুক্তি পেয়েছে ‘ছাভা’ সিনেমায় রাশমিকার প্রথম লুক। এতে তাকে মারাঠি রানির ভূমিকায় বেশ মানিয়েছে।

রাশমিকার সঙ্গে ‘ছাভা’ সিনেমায় শিবাজি মহারাজের চরিত্রে অভিনয় করছেন ভিকি কৌশল। তারই স্ত্রী রানি যশুবাইয়ের ভূমিকায় রাশমিকা। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে ভিকির ‘ছত্রপতি’ লুক। ইতিহাসের পাতায় দর্শকদের পৌঁছে দিয়েছে তার রূপ। এবার সামনে পর্দার যশুবাই। বুধবারই মুক্তি পাবে সিনেমার ট্রেলার। কিন্তু তার আগেই রাশমিকার রূপ উত্তেজনা ছড়িয়েছে। পোস্টারে দেখা যাচ্ছে, মারাঠি ট্র্যাডিশনাল শাড়িতে রাশমিকা। মাথায় ঘোমটা। কপালে বড় লাল টিপ। নাকে নথ। একটি ছবিতে হাসিমুখ এবং অপরটিতে গম্ভীর আগুনে দৃষ্টিতে তাকিয়ে যশুবাই।

ম্যাডক ফিল্মসের ইনস্টাগ্রাম পেজ থেকে সিনেমার পোস্টার শেয়ার করে লেখা হয়েছে, ‘প্রত্যেক মহান রাজার নেপথ্যে থাকেন একজন শক্তিশালী রানি। রাশমিকা মান্দানাকে দেখা যাবে সেই যশুবাই রূপে। যিনি স্বরাজ্যের গর্ব।’

শিবাজি সাওয়ান্তের ‘ছাভা’ বইয়ের কাহিনি অবলম্বনে তৈরি হওয়া সিনেমাটি মুক্তি পাবে বিশ্ব ভালোবাসা দিবসে। অর্থাৎ আগামী ১৪ ফেব্রুয়ারি। লক্ষ্মণ উটেকরের পরিচালনাতেই পর্দায় প্রথমবার জুটি বাঁধছেন ভিকি ও রাশমিকা। এই প্রথম কোনো ঐতিহাসিক চরিত্রে অভিনয় করছেন ভিকি। উপরি পাওনা এআর রহমানের সংগীত। সবমিলিয়ে বিগ বাজেটের এ সিনেমার জন্য মুখিয়ে রয়েছেন চলচ্চিত্রপ্রেমীরা।

এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।