কাটছে অপেক্ষা, দেখা দেবেন নতুন সুপারম্যান

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪:৫৫ পিএম, ১৭ ডিসেম্বর ২০২৪

বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সুপারম্যান’। আইকনিক সুপারহিরোর ভক্তরা অধীর আগ্রহে দিন গুনছেন ছবিটির মুক্তির জন্য। ভক্তদের জন্য রোমাঞ্চকর খবর! ওয়ার্নার ব্রস. তাদের আসন্ন সুপারম্যান সিনেমার প্রথম টিজার প্রকাশ করতে চলেছে। আগামীকাল ১৯ ডিসেম্বর ছবি মুক্তি পাবে।

এই টিজারে ডেভিড কোরেন্সওয়েটকে ক্লার্ক কেন্ট তথা সুপারম্যানের চরিত্রে প্রথমবারের মতো দেখা যাবে। এর পাশাপাশি রাচেল ব্রোসনাহানকে লোইস লেন এবং নিকোলাস হাউল্টকে লেক্স লুথরের চরিত্রে দেখা যাবে। আর হকগার্ল চরিত্রে ইসাবেলা মার্সেড, গাই গার্ডনার/গ্রিন ল্যানটর্ন হিসেবে নাথান ফিলিয়ন, রেক্স ম্যাসন/মেটামরফো চরিত্রে অ্যান্থনি কারিগান, পেরি হোয়াইট হিসেবে ওয়েন্ডেল পিয়ার্স এবং প্রুইট টেইলর হাজির হবেন ভিন্স জনাথন কেন্ট হিসেবে।

বলা হচ্ছে, ছবিটি ডিসি ভক্তদের জন্য নতুন এই তারকাদের একসাথে দেখার একটি দারুণ সুযোগ করে দেবে।

এদিকে গেল জুলাই মাসে পরিচালক জেমস গান ঘোষণা করেন ‘সুপারম্যান’ সিনেমার শুটিং শেষ হয়েছে। তিনি নরওয়ের প্রথম সপ্তাহের শুটিংয়ে শীতল পরিবেশে শুটিংয়ের একটি ছবি শেয়ার করেছিলেন। ক্যাপশনে লেখা ছিল, ‘তোমাদের সবাইকে আমার অন্তরের গভীর থেকে ধন্যবাদ। এটি ছিল একটি দারুণ অভিজ্ঞতা। নতুন সুপারম্যানকে নিয়ে যাত্রাটি ছিল পরিশ্রমী, হাসি আনন্দে ভরপুর। আমি চির কৃতজ্ঞ।’

‘সুপারম্যান’ সিনেমাটি আসছে বছরের ১১ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পাবে।

এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।