ইয়াশ ও তটিনীর ‘দূর থেকে ভালোবাসি’

‘দূর থেকে ভালোবাসি’ নাটকের এটি দৃশ্য
প্রেম যখন সমাজের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে, তখন তা শুধু একটি সম্পর্ক নয়, হয়ে ওঠে এক বিপ্লব। মজুমদার শিমুল পরিচালিত ‘দূর থেকে ভালোবাসি’ ঠিক তেমনই এক গল্প, যেখানে ভালোবাসা সমাজের শেকল ভাঙতে চায়।
নাটকটিতে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে তটিনী, যে তার বাবার কারণে সমাজের অবহেলার শিকার। অন্যদিকে শহর ফেরত যুবক ইয়াশ রোহান তার পাশে দাঁড়িয়ে সমাজের কঠোর বাস্তবতার বিরুদ্ধে লড়াই করে।
আরও পড়ুন
গ্রামীণ লোকেশন, আবেগময় সংলাপ ও হৃদয়স্পর্শী অভিনয় নাটকটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে। বিশেষ করে, ইয়াশের পরিবারের বিরুদ্ধে দাঁড়ানোর দৃশ্যগুলো দর্শকদের আবেগে নাড়া দেবে।
প্রেম, সংগ্রাম ও আত্মত্যাগের এক অনন্য গল্প ‘দূর থেকে ভালোবাসি’ দেখা যাবে ‘কেএস এন্টারটেইনমেন্ট’র ইউটিউব চ্যানেলে।
এমআই/এমএমএফ/এমএস