হলিউড সিনেমায় সঞ্জয় ও সালমান, সৌদিতে চলছে শুটিং

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬:০৩ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
সঞ্জয় দত্ত ও সালমান খান

বলিউড সুপারস্টার সঞ্জয় দত্ত ও সালমান খান আবারও আসছেন একসঙ্গে। তবে এবার নিজের দেশের সিনেমায় নয়, হলিউডের একটি থ্রিলারে দেখা যাবে দুই তারকাকে। সেখানে দুজন হাজির হবেন ক্যামিও চরিত্রে।

এই আন্তর্জাতিক প্রকল্পের শুটিং বর্তমানে সৌদি আরবের আল-উলা স্টুডিওতে চলছে। দুই তারকা সৌদি আরবে এসে তাদের দৃশ্য ধারণ শুরু করেছেন। শুটিং ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বলে জানা গেছে।

মিড-ডে রিপোর্ট অনুযায়ী, এই দুই অভিনেতা আমেরিকান থ্রিলারের গুরুত্বপূর্ণ দৃশ্যে দেখা দেবেন। সিনেমাটির নাম এখনও গোপন রাখা হয়েছে। অন্য কারা অভিনয় করছেন সে বিষয়েও কোনো তথ্য মেলেনি। তবে এটি বিগ বাজেটের একটি অ্যাকশনধর্মী থ্রিলার সিনেমা হতে যাচ্ছে বলে আভাস মিলেছে।

সূত্র জানিয়েছে যে, বিশ্বজুড়ে দর্শককে আকর্ষণ করার লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। সালমান ও সঞ্জয়কে নেয়া হচ্ছে এশিয়া ও মধ্যপ্রাচ্যের দর্শককে হলে টানার জন্য। তাদের দৃশ্যগুলো এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে তা দর্শকদের কাছে দারুণভাবে উপভোগ্য হয়।

আল-উলা স্টুডিও আন্তর্জাতিক সিনেমা নির্মাণের জন্য জনপ্রিয় জায়গা হয়ে উঠেছে। এখানেই শুটিং হয়েছে জেরার্ড বাটলারের ‘কান্দাহার’র মতো বড় বাজেট ও পরিসরে নির্মিত সিনেমার।

এর আগে সালমান খান ও সঞ্জয় দত্ত একসঙ্গে বহু সিনেমায় অভিনয় করেছেন। তারমধ্যে ‘সাজান’ (১৯৯১), ‘চাল মেরে ভাই’ (২০০০), ‘ইয়ে হ্যাঁ জালওয়া’ (২০০২) উল্লেখযোগ্য। গত বছর তারা ‘ওল্ড মানি’ গানে একসঙ্গে হাজির হয়ে দর্শক মাতিয়েছিলেন।

সালমান খানের ‘সিকান্দার’ ছবিটি মুক্তির অপেক্ষায় আছে। এতে তার বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে দক্ষিণ ভারতের সুপারস্টার রাশমিকা মান্দানাকে। এআর মুরুগাদোস পরিচালিত সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন প্রীতিক বাব্বর, সত্যরাজ, ও শর্মান জোশীরা।

অন্যদিকে সঞ্জয় দত্তের হাতে বেশ কিছু আকর্ষণীয় সিনেমার কাজ রয়েছে। তারমধ্যে ‘হাউসফুল ৫’, ‘বাগি ৪’ এবং ‘সন অফ সরদার’ ছবির সিক্যুয়েলগুলো অন্যতম।

এলআইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।