‘শক্তিমান’ হচ্ছেন না আল্লু, রণবীরেও খুশি নন মুকেশ খান্না

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ২৩ জুন ২০২৫
আল্লু অর্জুন ও রণরীর সিং। ছবি: সংগৃহীত

মুকেশ খান্না অভিনীত টিভি ধারাবাহিক ‘শক্তিমান’ ছিল শিশুদের ভীষণ প্রিয় অনুষ্ঠান। অনেক বছর ধরে ‘শক্তিমান’ ও ‘গঙ্গাধর’র চরিত্রে অভিনয় করে দর্শকদের এ অভিনেতা মুগ্ধতা ছড়িয়েছিলেন। আর এখন সেই ‘শক্তিমান’-এর ওপর একটি সিনেমা নির্মিত হচ্ছে। এ সিনেমায় শক্তিমানের চরিত্রে অভিনয় করবেন রণবীর সিং।

কিন্তু সম্প্রতি খবর ছড়িয়ে পড়েছিল যে, আল্লু অর্জুন এই সিনেমায় শক্তিমানের ভূমিকায় অভিনয় করবেন। ‘পুষ্পা’ খ্যাত এ অভিনেতার অনুরাগীরা এমন সংবাদে আনন্দিত হয়েছিলেন। তবে নির্মাতা পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন এটি ভিত্তিহীন খবর। রণবীরই ‘শক্তিমান’ চরিত্রে অভিনয় করবেন।

বিজ্ঞাপন

একটি সংবাদে জানানো হয়েছে, মিন্নাল মুরলীর নির্মাতা এবং মালয়ালাম সিনেমার অভিনেতা বেসিল জোসেফ এ প্রজেক্টটি তৈরি করবেন, এতে বলিউড তারকা রণবীর সিং শক্তিমানের প্রধান চরিত্রে অভিনয় করবেন। অন্যদিকে আল্লু অর্জুনের নাম হঠাৎ প্রকাশিত হওয়ায়, রণবীরের অনুরাগীরা ভীষণ বিস্মিত হয়েছিল। তবে ছবির সঙ্গে যুক্ত একটি সূত্র জানিয়েছে, সিনেমাটি শুধু রণবীরকে নিয়েই তৈরি হবে।

বলিউড সূত্রে জানা গেছে, ‘শক্তিমান আর কেউ নয়। এটি রণবীর সিংই এবং আর কেউ নয়। কেউ গুজব ছড়াচ্ছে।’ টেলিভিশনে শক্তিমানের চরিত্রে অভিনয় করা অভিনেতা মুকেশ খান্না এরই মধ্যে রণবীর সিংকে নিয়ে তার অসন্তোষ প্রকাশ করেছেন। রণবীরের চরিত্র নিয়ে প্রশ্ন তুলে তাকে ‘শক্তিমানের’ জন্য অনুপযুক্ত মনে করেননি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মুকেশ খান্না আরও বলেছিলেন, রণবীর নিজেই তাকে অনেকবার অনুরোধ করেছিলেন, যাতে তাকে মনোনয়ন করা হয় শক্তিমানের চরিত্রে। কিন্তু মুকেশ তার কোনো কথাই আমলে নেননি।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

রণবীর বর্তমানে তার পরের ছবিগুলো নিয়ে ব্যস্ত। তালিকায় রয়েছে ফারহান আখতারের সঙ্গে ‘ডন ৩’, দক্ষিণী নির্মাতাদের সঙ্গেও কয়েকটি সিনেমায় কাজ করছেন।

এমএমএফ/এএসএম/আরএমডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।