সফল অস্ত্রোপচারের পরদিন চলে গেলেন পিয়ার বাবা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৪ পিএম, ২৩ জুন ২০২৫
বাবা মাহমুদ হাসান চৌধুরী ও মেয়ে পিয়া জান্নাতুল

বাবা হারালেন মডেল-অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া। আজ (২৩ জুন) সোমবার সন্ধ্যায় খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮০ বছর। পিয়ার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে তার বাবার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

পিয়ার বাবা মাহমুদ হাসান চৌধুরী খুলনার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। গতকাল তার গলব্লাডারে সফল অস্ত্রোপচার হয়। বাবার মৃত্যুর খবর পেয়ে খুলনার উদ্দেশে রওনা হয়েছেন অভিনেত্রী। জানা গেছে, কাল মঙ্গলবার সকাল ৮টায় নগরীর শামসুর রহমান রোডে বাসভবনের সামনে তার বাবার জানাজা অনুষ্ঠিত হবে, দাফনও হবে স্থানীয় গোরস্থানে।

বিজ্ঞাপন

বাবার কোলে ছোট্ট পিয়া

সহধর্মিনী মাহবুবা চৌধুরী, দুই মেয়ে জেবুন্নেসা কেয়া ও পিয়া জান্নাতুল, এক ছেলে মাহবুব আবদুল্লাহ চৌধুরী, নাতী অ্যারেস ফারুক হাসান, নাতনী জুরাইরিয়া ও পরিবার-পরিজনসহ বহু শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন মাহমুদ হাসান চৌধুরী। পরিবারের পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

২০০৭ সালে মিস বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন তিনি। পরের বছর থেকে র‌্যাম্প মডেল হিসেবে কর্মজীবন শুরু করেন। বেশ কিছু ব্র্যান্ডের টিভিসিতে কাজ করে পরিচিতি পেয়ে যান পিয়া। ২০১২ সালে ‘চোরাবালি’ সিনেমায় অভিনয়ের মধ্যদিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তার। অভিনয়, সঞ্চালনা ছাড়াও পিয়া আইন পেশায় যুক্ত। তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী।

আরএমডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।