রায়হান রাফীর সঙ্গে কাজ করে খুশি নন নায়ক রুবেল

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:০৩ পিএম, ১৫ জুলাই ২০২৫

ওটিটি প্ল্যাটফর্মে আসা নিজের প্রথম কাজ নিয়েই আক্ষেপ করলেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক রুবেল। রায়হান রাফী পরিচালিত ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’ নিয়ে শুরুতে আশাবাদী থাকলেও মুক্তির পর তেমনটা অনুভব করেননি তিনি। রুবেলের কথায়, ‘এই প্রজেক্টে কাজ করাটা ঠিক হয়নি।’

২০২৫ সালের প্রথম দিনে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-এ মুক্তি পায় ‘ব্ল্যাক মানি’। বছর শুরুর অন্যতম আলোচিত কনটেন্ট ছিল এটি। বিশেষ করে রুবেলকে দীর্ঘদিন পর ভিন্ন মাধ্যমে দেখার আগ্রহ ছিল দর্শকদের মধ্যে প্রবল। নিজেও শুরুতে ছিলেন উৎসাহী। সিরিজ ঘোষণার সময় এক সংবাদ সম্মেলনে রুবেল বলেছিলেন, ‘রাফীর কাজ দেখে ভালো লেগেছে। মনে হয়েছিল, তার সঙ্গে কাজের সুযোগ এলে করব। সেই সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ।’

তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে ভিন্ন সুরে কথা বলেন রুবেল। তার ভাষায়, ‘যে ভাবনা থেকে ‘ব্ল্যাক মানি’তে কাজ করেছিলাম, সেটা বাস্তবায়ন হয়নি। আমাকে ঠিকভাবে উপস্থাপন করা হয়নি। এতটুকু জায়গার জন্য আমাকে ব্যবহার করা হয়েছে যা আমার জন্যই ক্ষতিকর, নির্মাতার জন্যও। এমনকি দর্শকও হতাশ হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘ভক্তরা সরাসরি বলেছেন, এমন ছোট পরিসরের উপস্থিতির জন্য আমাকে কাজ করা উচিত হয়নি। এরপর আরও দুটি কাজের প্রস্তাব এসেছিল, কিন্তু মনোযোগ দিতে পারিনি। এখন স্ক্রিপ্ট ভালো না হলে করব না। যদি আমাকে নেওয়া হয়, তাহলে পূর্ণ সুযোগ দিয়েই কাজ করাতে হবে।’

বর্তমান সময়ের নির্মাতাদের নিয়ে রুবেলের অভিমত, ‘এখনকার বেশিরভাগ নির্মাতাই নির্দিষ্ট গণ্ডির বাইরে যেতে চান না। সেই গণ্ডি ভাঙলে তারা আমাকে পাবেন। অন্যথায় কাজ করব না। ফাইট ডিরেকশন কিংবা যৌথভাবে ভালো কিছু করা যেতেই পারে। কিন্তু কেউ সেসব করছে না। তাই আমিও সরে আছি।’

আপাতত কারাতের ট্রেনিং নিয়েই ব্যস্ত আছেন এই অভিনেতা।

এলআইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।