‘মনে হচ্ছে আমার বাচ্চা’, লাইভে কাঁদতে কাঁদতে তিশা
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহত হয়েছে বহু শিশু। এ ঘটনায় হতবাক মানুষ। নাটকের শুটিংসেট থেকে ফেসবুক লাইভে এসে কাঁদলেন অভিনেত্রী তাসনুভা তিশা।
লাইভে তিশা বলেন, ‘আমি খুব শর্ট একটা লাইভ করবো। আমি একটা নাটকের শুটিংয়ে আছি। একটার পর একটা নিউজ দেখছি, কী বলবো! আমার তো বাচ্চা আছে। ওরা মনে হচ্ছে আমার বাচ্চা। আল্লাহ সব ঠিকঠাক রাখুক। আপনারা সবাই বাচ্চাগুলোর জন্য দোয়া করুণ। বাচ্চারা তো ফেরেশতা। এই মুহূর্তে আমি কী করবো জানি না। কিন্তু আমি চাই হেল্প করতে। কিন্তু এই মুহূর্তে কেউ হেল্প করতে পারবে না।’
তিনি আরও বলেন, ‘আপনারা প্লিজ হাসপাতালে ভিড় করবেন না। আমি না বুঝে অনেকগুলো পোস্ট করে ফেলেছিলাম। বার্ন ইউনিডের ডাক্তারের ভিডিও দেখলাম, ২৪ ঘণ্টার মধ্যে কোনো ভিড় করা যাবে না। আল্লাহ সব কিছু ঠিক করে দিক। এখন একটা কঠিন সিচুয়েশন যাচ্ছে, এটা ভেবে বাসা থেকে বের হবেন না। তাতে রাস্তাটা খালি থাকবে, যাদের রাস্তা প্রয়োজন, তারা রাস্তা ব্যবহার করতে পারবেন। সবাই দোয়া করবেন।’
আজ সোমবার বেলা ১টার দিকে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানিয়েছে দূর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে এখন ২০ জন। হয়েছে। বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া আহতদের সংখ্যাও ১৭১ জন। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দেশজুড়ে।
- আরও পড়ুন:
- জয়ার মাতৃহৃদয় কাঁদছে
- হানিফ সংকেতের আহ্বান ...
এমআই/আরএমডি