চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের বাবা মারা গেছেন

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৫ এএম, ৩০ জুলাই ২০২৫
বাবা মো. মকবুল হোসেনের সঙ্গে চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার এ প্রজন্মের চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের বাবা মো. মকবুল হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।

বাবার মৃত্যুর খবর গণমাধ্যমে নিশ্চিত করেছেন নায়িকা নিজেই।

বাবাকে হারিয়ে কান্নাজড়িত কণ্ঠে মিষ্টি জান্নাত বলেন, ‘বাবা দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। মঙ্গলবার হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করি। তবে শেষ রক্ষা আর হলো না। সবাই বাবার জন্য দোয়া করবেন।’

জানা গেছে, বেশ কয়েক বছর ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন মিষ্টি জান্নাতের বাবা মকবুল হোসেন। কয়েক মাস আগেও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। কয়েক দিন চিকিৎসা নেওয়ার পর শারীরিকভাবে সুস্থ হলে বাসায় ফিরেন মকবুল হোসেন।

মিষ্টি জান্নাত ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমায় অভিনয় করে ঢালিউডে পা রাখেন। এরপর বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। সম্প্রতি অংশ নিয়েছিলেন একটি ফটোশুটে।

এমআই/এমএমএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।