রুফটপ সুইমিং পুলসহ হোটেল খুঁজছেন কাজল আরেফিন অমি

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১১ পিএম, ১৯ অক্টোবর ২০২৫

বর্তমান সময়ের জনপ্রিয় নাট্য নির্মাতা কাজল আরেফিন অমি। তিনি তার বহুল আলোচিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এই সিজনের একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের জন্য ঢাকায় রুফটপ সুইমিং পুলসহ ৩ থেকে ৫ তারকা মানের হোটেল খুঁজছেন।

শনিবার (১৯ অক্টোবর) এক ফেসবুক পোস্টে এই তথ্য জানান অমি। সেখানে তিনি লেখেন, ‘ঢাকার মধ্যে Rooftop সুইমিংপুল সহ 3 Star অথবা 5 Star Hotel আছে কি কি যেখানে শুটিং করা যাবে? লগে আছি ডট কম এর এমডি বাচ্চু ভাই ট্রিট দিবে!’

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে এলাকার বড়ভাই চরিত্রে অভিনয় করেছিলেন বাচ্চু (মুসাফির সৈয়দ বাচ্চু)! আগের সিজনগুলোতে তার ফাপড়বাজি দিয়ে কাবিলা, হাবু, পাশাদের সঙ্গে ক্যাচালে বিনোদিত হতো দর্শক। সিজন ৪-এ দেখা যায়, অনলাইন ই-কর্মাস ব্যবসা করে বাচ্চু আঙুল ফুলে কলাগাছ বনে যান বাচ্চু, হয়ে উঠেন ‘লগে আছি ডট কম’-এর এমডি!

গ্রাহকের টাকা মেরে দেয়ায় গ্রেফতারও হয়েছিলেন তিনি! এভাবে লগে আছি ডট কমের এমডি হিসেবে ব্যাপক পরিচিতি পান বাচ্চু। চলতি সিজন ৫-এও তাকে জেল বন্দি দেখা যায়। এও দেখা যাচ্ছে, জেলে বসেই আরাম আয়েশে দিন কাটাচ্ছেন তিনি! আগামী চ্যাপ্টারে দেখা যাবে, ‘লগে আছি ডট কম’ এর এমডি বাচ্চু জেল থেকে ছাড়া পেয়েছেন!

ঢাকা শহরের একটা অ্যাপার্টমেন্ট, যেখানে বিভিন্ন বয়সী কয়েকজন তরুণের বসবাস যারা উঠে এসেছেন মফস্বল থেকে। তাদের জীবনের নানা ঘটনা আর তাদের ঘিরে আশপাশের মানুষজনের প্রতিদিনের জীবন-যাপন, মোটাদাগে এটাই দীর্ঘ ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর গল্প।

পঞ্চম সিজনে এসে ব্যাচেলর পয়েন্ট প্রথমবার প্রচার হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ বিডিতে।

এমআই/এলআইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।