স্টার সিনেপ্লেক্সে জাপানের নতুন সিনেমা, শিশুদের দেখা নিষেধ

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ২২ অক্টোবর ২০২৫
স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে জাপানের নতুন সিনেমা

জাপানি অ্যানিমে সিনেমার জগতে এক নতুন ইতিহাস গড়ে তুলেছে ‘ডেমন স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’। মুক্তির প্রথম সপ্তাহেই ছবিটি ১০ বিলিয়ন ডলার আয় করেছে। জাপানি সিনেমার ইতিহাসে দ্রুততম ১০ বিলিয়ন স্পর্শের রেকর্ড গড়েছে এই সিনেমা। বাংলাদেশি দর্শকরাও ছবিটিকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন স্টার সিনেপ্লেক্সের স্ক্রিনগুলোতে।

সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই এবার স্টার সিনেপ্লেক্স নিয়ে আসছে নতুন জাপানি অ্যানিমে সিরিজের সিনেমা ‘চেইনসো ম্যান: দ্য মুভি - রেজ আর্ক’। এটি তাতসুকি ফুজিমোটোর বিখ্যাত মাঙ্গা সিরিজের উপর ভিত্তি করে নির্মিত একটি ডার্ক ফ্যান্টাসি অ্যাকশন ছবি।

১৯ সেপ্টেম্বর জাপানে মুক্তি পাওয়া এই সিনেমা আন্তর্জাতিকভাবে ২৪ অক্টোবর যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একই দিনে বাংলাদেশেও মুক্তি পাবে।

বাংলাদেশে দর্শক আগ্রহের কারণ হিসেবে স্টার সিনেপ্লেক্স জানাচ্ছে, অগ্রিম টিকিটের জন্য যোগাযোগের চাপ অনেক বেশি। তবে কিছু দৃশ্য শিশু ও কিশোরদের জন্য উপযুক্ত নয়। তাই পরিবারের সঙ্গে যাওয়ার ক্ষেত্রে সতর্কতার পরামর্শ দেওয়া হচ্ছে।

ছবির গল্পের কেন্দ্রবিন্দুতে আছে ডেনজি। তিনি মানুষের মতো জীবন কাটাতে চায়, কিন্তু দানবের জগত ও দায়িত্বের মধ্যে আটকে পড়েছে। তার জীবনে প্রবেশ করে রহস্যময় এক মহিলা রেজ। তিনি ধীরে ধীরে ডেনজির রোমান্টিক জীবন ও বিপর্যয়ের মধ্যে সম্পর্কের মোড় ঘুরিয়ে দেন।

এই সিনেমা মূলত ভালোবাসা, বিশ্বাসঘাতকতা ও নিজের পরিচয় নিয়ে লড়াইয়ের গল্প। সেখানে একদিকে আছে মানবতা, আরেকদিকে দানবের জগত। একদিকে রেজের দায়িত্ব, অন্যদিকে তার আবেগ। এই দুইয়ের মধ্যে সে আটকে পড়ে। শেষে যখন ডেনজি তার আসল পরিচয় জেনে ফেলে, তখন শুরু হয় ভয়ঙ্কর যুদ্ধ। চেইনসো ম্যান হয়ে ডেনজি দানব শিকারী সংস্থাতে যুক্ত হয়। এরপরই তার জীবনে প্রবেশ করে রেজ নামক রহস্যময় এক মহিলা যিনি ক্যাফেতে কাজ করেন। প্রথম দিকে গল্পটা একটু রোমান্টিক পথ ধরে এগিয়ে যায়। ডেনজির মধ্যে স্বাভাবিক জীবনের স্বপ্ন আসতে শুরু করে। তবে ধীরে ধীরে যা শুরু হয়েছিল একটু রোমান্টিক ভাবনায় একসময় তা মোড় নেয় বিপর্যয়ের দিকে। রেজের আসল পরিচয়, তার ক্ষমতা, ধ্বংসাত্মক উদ্দেশ্য সবই সামনে আসে।

ছবির পরিচালক তাতসুয়া ইয়োশিহারা জানান, প্রথম সিজনের অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করার অভিজ্ঞতা তাকে এই সিনেমায় নতুন মাত্রা যোগ করতে সাহায্য করেছে। জাপানে মুক্তির পর ছবিটি চার সপ্তাহ ধরে বক্স অফিস শীর্ষে আছে। প্রথম সপ্তাহেই প্রায় এক বিলিয়ন ডলার আয় করেছে।

এলআইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।