এসডি রুবেলের সিনেমায় শিরিন শিলা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩৯ পিএম, ২২ অক্টোবর ২০২৫
চিত্রনায়িকা শিরিন শিলা

কানাডা সফর শেষে দেশে ফিরেছেন অভিনেত্রী শিরিন শিলা। দেশে ফিরেই আবারও কাজে ফিরেছেন। বর্তমানে একাধিক চলচ্চিত্রের শুটিং ও নতুন প্রজেক্টের প্রস্তুতিতে বেশ ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

বর্তমানে তিনি কাজ করছেন ‘যাযাবর’ সিনেমার বাকি অংশের শুটিংয়ে। মাকে সঙ্গে নিয়ে কিছুদিন আগে কানাডা ঘুরে আসায় সিনেমাটির কিছু দৃশ্য তখন অসমাপ্ত ছিল। দেশে ফিরেই সেই দৃশ্যগুলোর শুটিংয়ে অংশ নিয়েছেন শিরিন শিলা।

এদিকে নতুন খবর হলো, সরকারি অনুদানে নির্মিতব্য একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এ নায়িকা। এসডি রুবেল পরিচালিত ‘নীল আকাশে পাখি উড়ে’ নামের এই সিনেমাটির শুটিং শুরু হবে আগামী মাসে। ছবিতে এসডি রুবেলের বিপরীতে দেখা যাবে তাকে। শুটিং শুরুর আগে চলছে প্রস্তুতির কাজ।

এই প্রসঙ্গে শিরিন শিলা বলেন, ‘দেশে ফিরে প্রথমেই ‘যাযাবর’ সিনেমার বাকি কাজ শুরু করেছি। পাশাপাশি কয়েকটি নতুন প্রজেক্ট নিয়ে কথাবার্তা চলছে। আগামী মাসে এসডি রুবেল ভাইয়ের পরিচালনায় সরকারি অনুদানের একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছি। এ ছবিটি নিয়ে আমি খুবই আশাবাদী।’

এদিকে তার অভিনীত ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমাটি বর্তমানে দেশের ৩০টি প্রেক্ষাগৃহে একযোগে প্রদর্শিত হচ্ছে। দর্শকদের কাছ থেকে সিনেমাটি ইতোমধ্যেই ভালো সাড়া পাচ্ছে। শিরিন শিলা জানিয়েছেন, ‘দুই একদিনের মধ্যে প্রেক্ষাগৃহে গিয়ে নিজে সিনেমাটি দেখার পরিকল্পনা রয়েছে।’

শিরিন শিলা প্রথম অভিনয় করেন ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় ‘হিটম্যান’ সিনেমায়। এতে শাকিব খান ও অপু বিশ্বাসের পাশাপাশি তিনি নিজের অভিনয়গুণে আলাদা করে নজর কাড়েন। এরপর সুযোগ পান শাহীন সুমন পরিচালিত ‘মিয়া বিবি রাজি’ সিনেমায়।

এমআই/এলআইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।