মা হওয়ার গুঞ্জনে ট্রলের শিকার, আইনি পদক্ষেপ নেবেন বুবলী?

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩৩ পিএম, ২৩ জানুয়ারি ২০২৬
শবনম বুবলী

চলচ্চিত্র নায়িকা শবনম বুবলীর মা হওয়ার গুঞ্জনে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম। নেট দুনিয়ায় ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ছবি ঘিরে সম্প্রতি ডানা মেলে এ গুঞ্জন। শুরুতে বিষয়টি পাত্তা না দিলেও এবার আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন অভিনেত্রী।

শবনম বুবলী বলেন, সোশ্যাল মিডিয়াতে এতো ট্রল হওয়া ও বুলিং হতে দেখে আমার অনেক সহকর্মীরাই আমাকে বলেছেন, আপু আপনি ব্যবস্থা নিন। আর এখন তো এআই এসেছে। এটার অপব্যবহার করে নানানভাবে আজেবাজে ভিডিও তৈরি করা হচ্ছে।

তিনি বলেন, আমি কখনোই এসবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিইনি। তবে এখন মনে হচ্ছে নেওয়া উচিত। কারণ এড়িয়ে যেতে যেতে এসব মাথাচাড়া দিয়ে ওঠে। আমাদের দেশে সাইবার ক্রাইম দমন আইন রয়েছে। আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল।

আরও বলেন, আমি দেখেছি ইদানিং মেয়েরা মেয়েদেরকেই বেশি ট্রল করে। দুঃখের সাথে বলতে হচ্ছে, আমি দেখেছি অনেক হিজাব পরা নারী আছে, তারা মিথ্যা ও গুজব নিয়ে ভিডিও বানাচ্ছে। আমি মনে করি এটা আমাদের ইসলামকে অবমাননা করা। কারণ ইসলামে রয়েছে গীবত করা জঘন্যতম কাজ হিসেবে গর্হিত করা হয়।

সম্প্রতি রাজধানীর বনানীতে বিউটিওলোজি এসথেটিক ক্লিনিকের শো-রুম উদ্বোধনে গিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রায়ই গুজবের শিকার হওয়া প্রসঙ্গে এসব কথা বলেন বুবলী।

 এমআই/এমএমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।