বেলালের সুরে দুই বোনের গান


প্রকাশিত: ০৭:১৩ এএম, ৩০ আগস্ট ২০১৬

সংগীতের দুই তারকা বোন ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী। ব্যক্তিজীবনে দু’জনার মধ্যে মধুর সম্পর্ক থাকলেও সচরাচর এক অ্যালবামে পাওয়া যায় না তাদের গান। তবে এবার সেটি হতে যাচ্ছে। দুজনে গেয়েছেন ‘একই স্বপ্ন’ শিরোনামের একটি বিশেষ অ্যালবামে। আর এই দুই বোনকে এক করে তাদের গানগুলোর সুরায়োজন করেছেন বেলাল খান।

অ্যালবামে ফাহমিদা ও সামিনার সঙ্গে আরো গান গেয়েছেন সংগীতের আরেক প্রিয় মুখ শারমিন রমা। গানের পাশাপাশি যাকে সংবাদ পাঠিকা হিসেবেও জেনে থাকেন দর্শকরা। সদ্য রেকর্ড শেষ হওয়া বিশেষ এই অ্যালবামটি প্রকাশ পাবে আসছে ঈদে।

সিএমভির ব্যানার হয়ে জিপি মিউজিকে প্রকাশ পাচ্ছে তিন গানের ‘একই স্বপ্ন’। অ্যালবামটি প্রসঙ্গে বেলাল খান বলেন, ‘এটা আমার সৌভাগ্য। তিনজন অসম্ভব গুণী শিল্পীর কাজ করেছি এবার। বিশেষ করে সংগীতাঙ্গনের জনপ্রিয় দুই বোন ফাহমিদা ও সামিনা আপাকে নিয়ে এক অ্যালবামে গান করাটা আমার কাছে বিশেষ আনন্দের। আমি চেষ্টা করেছি নিজের সর্বোচ্চটা দেওয়ার। এ ক্ষেত্রে উনাদের সহযোগিতাও পেয়েছি। আশা করছি উনাদের কণ্ঠে এবার নতুন কিছু পাবেন শ্রোতারা।’

এদিকে সামিনা চৌধুরী বলেন, ‘বেলাল খুবই ভালো কাজ করছে এখন। আমাকে অসাধারণ একটি গান গাইতে দিয়েছে সে। এক কথায় মুগ্ধ গানটি গেয়ে।’  

‘একই স্বপ্ন’ অ্যালবামের গান তিনটি হলো, পিপিলিকা, একই স্বপ্ন এবং আমি প্রশ্ন হয়ে যাই।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।