বলিউডে এখনও একা সানি লিওন (ভিডিও)

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮:৫১ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৫

রূপালি পর্দার পরিচিত মুখ তিনি। তবে এখনও অভিনেত্রী হিসেবে বলিউড তাঁকে স্বীকৃতি দেয়নি বলেই মনে করেন সাবেক পর্নস্টার সানি লিওন। এতদিন পরেও বলিউডে শক্ত হয়নি তাঁর অবস্থান। ভারতের একটি অনলাইন পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে সানি লিওন নিজে একথা জানিয়েছেন।  

‘রাগিনি এমএমএস২’ তে তাঁর শরীরি যাদুতে মোহিত হয়ে গিয়েছিল দর্শক। কিন্তু এই ছবিতে তিনি একজন অচেনা আগন্তুক হিসেবেই থেকে গিয়েছেন। অভিনেত্রীর সম্মান পাননি ‘বেবি ডল’। বলিউডে ‘জিসম-২’ ‘রাগিনী এমএমএস২’, ‘জ্যাকপট’ এর মত ছবিতে অভিনয় করেছেন তিনি। অথচ একজন অভিনেত্রী হিসেবে তাঁর মর্যাদা এখনও অধরা।


তবে এক্ষেত্রে ভক্তদের ভালোবাসা তাঁর কাছে অনেক বড় বলে মনে করেন তিনি। যা তাঁকে বাস্তবিকই আনন্দিত করে। তাঁর ভক্ত ও বন্ধুরা তাঁর পাশে আছেন এতেই তিনি খুশি।



সানি বলেন, তিনি পরিশ্রমী। শ্রম দিয়েই বলিউডে পায়ের তলার জমি একদিন শক্ত করবেন তিনি। সানি আশাবাদী, একদিন অভিনেত্রী হিসেবে বলিউডে ঠিক নিজের জায়গা পাকা করে নেবেন তিনি।


সানি অভিনীত ছবি রাগিনি এমএমএস২ বক্স অফিসে সাফল্য পায়নি। কিন্তু তাঁর শরীরি ভাষা ও সাহসী দৃশ্য যথেষ্ট প্রশংসিত হয়েছিল। তাঁর মতে, একটা সিনেমার সাফল্য শুধুমাত্র ছবির নায়িকার কাঁধেই থাকে না। তবে বলিউডে তিনি যে একা, তা প্রকাশ পেয়েছে তাঁর কথায়।  






এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।