পঞ্চগড়ে পাওয়ার কনসার্ট মাতাবেন এস আই টুটুল
হিমালয়ের কন্যা বলা হয় উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড়কে। এবার এই শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে পাওয়ার কার্বোনেটেড বেভারেজ এর সৌজন্যে জমকালো ‘পাওয়ার কনসার্ট’। সেখানে গাইবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এস আই টুটুল।
আগামী ২৯ নভেম্বর শহরের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে বিকেল সাড়ে ৩টা থেকে শুরু হবে ‘পাওয়ার কনসার্ট পাওয়ার্ড বাই ভিশন’ শিরোনামের গানের এই আসর।
শিল্পী এস আই টুটুল ছাড়াও গাইবেন পাওয়ার ভয়েজের আয়েশা মৌসুমী, মোল্লা বাবু ও মীরাক্কেলের পাভেল। এই কনসার্টটি আয়োজন করেছে পঞ্চগড়ের নবনির্বাচিত জেলা ক্রীড়া সংস্থার কমিটি।
কোমল পানীয় পাওয়ারের যে কোনো লেভেল জমা দিয়ে কনসার্টে প্রবেশ করা যাবে। এই কনসার্টটির মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম, রেডিও পার্টনার জাগো এফএম ৯৪.৪।
এনই/এলএ/আরআইপি