গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে সুরকার সেলিম আশরাফ

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৬ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২০

আবারও গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ‌‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তিসেনা’ গানের সুরকার সেলিম আশরাফ। রাজধানীর রামপুরায় বেটার লাইফ হাসপাতালের আইসিইউতে আছেন তিনি। বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সুরকারের বোন হোসনা।

অনেকদিন থেকে শ্বাসকষ্ট, রক্ত ও কিডনি সমস্যায় ভুগছেন সেলিম আশরাফ। বুধবার রাতে হঠাৎ করে বেশি অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাকে হাসপাতালে নেয়া হয়।

বিজ্ঞাপন

হোসনা জাগো নিউজকে বলেন, ‘ঠান্ডায় হঠাৎ করেই ভাইয়ের শ্বাসকষ্ট বেড়ে যায় গতকাল। বাসায় জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। আমরা তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাই। এখন আইসিইউতেই রাখা হয়েছে তাকে। সবাই দোয়া করবেন তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।’

গত বছরের ফেব্রুয়ারি মাসে শ্বাসকষ্ট, রক্ত ও কিডনি সমস্যা প্রকট আকার ধারণ করায় রাজধারীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসা নিয়ে বেশ অর্থকষ্টে পড়েছিলেন। পরে প্রধানমন্ত্রী দাঁড়ান তার পাশে। করে দিয়েছিলেন ১০ লাখ টাকার একটি সঞ্চয়পত্র।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

এখন প্রতি সপ্তাহে তার ডায়ালাইসিস করাতে হয়। সম্প্রতি সেলিম আশরাফের চিকিৎসার জন্য পাঁচ হাজার ডলার সহায়তা করেছেন এন্ড্রু কিশোর।

এমএবি/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।