এবার করোনা মোকাবিলায় অনুদান দিলেন নায়ক অঙ্কুশ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:০৪ পিএম, ৩১ মার্চ ২০২০

করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে লকডাউন ঘোষণা করা হয়েছে ভারতে। দেশটির তারকারা এই ক্রান্তিলগ্নে পাশে দাঁড়াচ্ছেন অসহায়দের। সেইসঙ্গে করোনা মোকাবিলা করতে তারা সরকারকেও সাহায্য করছেন।

এরইমধ্যে কোটি কোটি টাকা অনুদান পেয়েছে মোদি সরকার। যার যোগান দিয়েছেন তারকারা। সেই তালিকায় এবার নাম লেখালেন কলকাতার নায়ক অঙ্কুশ হাজরা।

করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ত্রাণ তহবিলে ১ লক্ষ টাকা অনুদান দেওয়ার ঘোষণা করেছেন অঙ্কুশ।

মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের পাশাপাশি ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কাস অফ ইস্টার্ন ইন্ডিয়ার তহবিলেও ১ লক্ষ টাকা অনুদান দিয়েছেন তিনি।

প্রিয় নায়ককে দেশের এই বিপর্যয়ে এগিয়ে আসতে দেখে বাহবা দিচ্ছেন অঙ্কুশের ভক্তরা। তার প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী মমতাও।

এলএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।